হামাসের কাছে পরাজয়ের কথা স্বীকার করল সন্ত্রাসী ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

0
36

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’আর গাজ্জা যুদ্ধে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কাছে নিজেদের পরাজয়ের কথা স্বীকার করেছে। ইসরায়েলি টিভি চ্যানেল-টুয়েলভকে দেয়া এক সাক্ষাতকারে সে জোর দিয়ে বলেছে, বেশ কয়েক মাস পার হওয়ার পরও আমরা একজন বন্দীকেও জীবিত মুক্ত করে আনতে পারিনি। সরকার হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে।

সে স্বীকার করে বলেছে, ‘হামাসের উপর আমরা বড় ধরণের আঘাত হেনেছি। কিন্তু হামাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারিনি।’

এছাড়া ইসরায়েলি বিশ্লেষকদের অনেকেই গাজা যুদ্ধে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থতার কথা স্বীকার করেছে।

গত বুধবার হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। ১৯ জানুয়ারি, রবিবার থেকে এই চুক্তি বাস্তবায়নের কথা রয়েছে। চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে হামাস ইসরায়েলের ৩৩ জন বন্দীকে মুক্তি দেবে। অন্যদিকে প্রথম ধাপেই ইসরায়েলের কারাগারে আটক সহস্রাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হবে ।

মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সহায়তায় গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকার বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে ইসরায়েল। এর ফলে ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই হামলায় কমপক্ষে এক লাখ ফিলিস্তিনি আহত হয়েছে।

গাজার বাসিন্দাদের বিরুদ্ধে ১৫ মাসব্যাপী নৃশংস হামলার পরও তারা এই যুদ্ধে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তাদের ঘোষিত লক্ষ্য ছিল ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামকে ধ্বংস করা এবং গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী বন্দিদের ফিরিয়ে আনা। কিন্তু কোনো লক্ষ্যই তারা পূরণ করতে পারেনি।


তথ্যসূত্র:
1. Israeli Foreign Minister Concedes Failure to Achieve Gaza War Objectives
– https://tinyurl.com/m4kbwpd5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || আফগানিস্তানের হেরাত প্রদেশে বিগত ৯ মাসে ১৬৫টি নতুন শিল্প কারখানার কার্যক্রম শুরু
পরবর্তী নিবন্ধনেতানিয়াহুকে অস্ত্র সরবরাহ করে গণহত্যায় শামিল হয়েছে আমেরিকা