ইমারতে ইসলামিয়া প্রশাসন দেশটিতে শিল্পায়ন এবং ব্যবসা-বাণিজ্যকে ত্বরান্বিত করার লক্ষ্যে নতুন একটি প্রস্তাবনা অনুমোদন করেছে। প্রস্তাবনায় দেশটিতে বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা প্রদান করবে। এর আগে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান দেশটির ব্যবসায়ীদের জন্য প্রশাসনিক সহায়তা ও বিশেষ কর ছাড়ের সুযোগ দেওয়ার কথা ঘোষণা করেছিল। এবার শিল্প খাতের উন্নয়ন ও বাণিজ্যের প্রসারের জন্য আরও একটি প্রস্তাবনা অনুমোদন করা হয়েছে।
গত ১৮ জানুয়ারি আফগান গণমাধ্যম হুররিয়াত রেডিও এক প্রতিবেদনে জানায়, ইমারতে ইসলামিয়ার অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী এই প্রস্তাবনা সম্পর্কে বলেছেন, এই প্রস্তাবনায় শিল্পপতি ও ব্যবসায়ীদের সহায়তার জন্য তিনটি অধ্যায়ে বিশটি ধারা অন্তর্ভুক্ত রয়েছে। এর মূল লক্ষ্য হল, আফগানিস্তানে বিনিয়োগকারী শিল্পপতি এবং ব্যবসায়ীদের রাষ্ট্রীয়ভাবে প্রয়োজনীয় সুবিধা ও সহযোগিতা প্রদান করা।
এর আগে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান ১,৬০,০০০ একর ভূমি শিল্পপতিদের জন্য বরাদ্দ দিয়েছিল। বর্তমানে এই নতুন প্রস্তাবনা অনুমোদনের পর, বিদেশ থেকে ফিরে আসা বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের জন্য ভূমি বিতরণের প্রক্রিয়া শুরু হয়েছে।
এছাড়াও ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের শিল্প উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। ধারণা করা হচ্ছে, এই পদক্ষেপগুলো আফগানিস্তানে ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের অগ্রগতিকে ত্বরান্বিত করবে।
তথ্যসূত্র:
1. Privileges for returning industrialists and traders approved
– https://tinyurl.com/3c9avff6