মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স জোর দিয়ে বলেছে, বেঞ্জামিন নেতানিয়াহুকে অস্ত্র সরবরাহ করে মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় গণহত্যা ও অপরাধে শরিক হয়েছে।
সে আরও বলেছে, দুঃখজনক বিষয় হলো এখন যে চুক্তিতে তারা সই করেছে সেটাকে নেতানিয়াহু এবং তার চরমপন্থী মন্ত্রিসভা গত মে মাসে প্রত্যাখ্যান করেছিল।
মে মাসে এই প্রস্তাব মেনে নিলে ১০ হাজার মানুষের প্রাণ বেঁচে যেত বলে সে মন্তব্য করেছে। গত মে মাসে প্রস্তাবটি উপস্থাপনের পর থেকে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং গাজায় বন্দী ও বেসামরিক নাগরিকদের দুর্ভোগ আরও তীব্র হয়েছে।
আমেরিকার এই সিনেটর এর আগেই গাজায় যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছে, এই চুক্তিটি স্থায়ী রূপ দিতে হবে এবং উভয় পক্ষের যুদ্ধাপরাধীদের জবাবদিহি করতে হবে।
গাজায় যুদ্ধবিরতি চুক্তি সইয়ের ঘোষণা প্রকাশের পর এক বিবৃতিতে স্যান্ডার্স বলেছে, “উভয় পক্ষকেই চুক্তিটির প্রতি সম্মান দেখাতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি বাস্তবায়ন করতে হবে। বিনা কারণে চলমান হত্যাকাণ্ড বন্ধ করতে হবে।
তথ্যসূত্র:
1. ‘Dark Chapter’: Sanders Says American People Must ‘Grapple’ With Complicity in Gaza’s Destruction
– https://tinyurl.com/yc4j63ca
2. Senator urges US to end ‘endless supply’ of weapons to Israel
– https://tinyurl.com/3skzrts8