আফগানিস্তানের খোস্ত প্রদেশের মাজহারুল উলুম মাদ্রাসায় সদ্য আলেমদের সংবর্ধনা প্রদান

0
23

বিগত ১৮ই জানুয়ারি আফগানিস্তানের খোস্ত প্রদেশে জামিয়া মাজহারুল উলুম নিয়াজি মাদ্রাসায় স্নাতক সংবর্ধনা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন ইমারতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ। অনুষ্ঠানে ইমারতে ইসলামিয়ার একাধিক কর্মকর্তা, আলিম, শাইখ ও স্থানীয় বাসিন্দাগণ উপস্থিত ছিলেন।

বক্তব্যে উপপ্রধানমন্ত্রী দ্বীনি ইলম, জিহাদ ও ইসলামী মূল্যবোধের প্রচার-প্রসারে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেন। তিনি জানান, ইসলামের ইতিহাস জুড়ে মাদ্রাসাগুলো এক একটি সক্রিয় কেন্দ্র হিসেবে এখনও বিদ্যমান রয়েছে। আফগান পবিত্র জিহাদের ঐতিহ্য মাদ্রাসা থেকেই সূত্রপাত হয়েছে, যা পরবর্তীতে একটি ব্যাপক আন্দোলনে রূপ লাভ করেছিল, ফলে শক্তিশালী বিদেশি সেনাবাহিনী পরাজিত হয়েছিল।

তিনি ধর্মীয় নেতা ও মাদ্রাসা স্নাতকদের খুতবা তথা দ্বীনি আলোচনা বাড়ানোর জন্য উৎসাহিত করেন। এই সকল খুতবায় নবী-রাসূলগণের শিক্ষা এবং দেশ ও ইসলামী ব্যবস্থা হেফাজতের গুরুত্ব আলোচনা করতে তিনি মনোনিবেশ করতে বলেন।

এছাড়া তিনি আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে চলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাই দ্বীনি শিক্ষা প্রদানের ক্ষেত্রে আধুনিক জ্ঞান ও প্রযুক্তিকে গ্রহণ করতে তিনি শিক্ষকদের উৎসাহিত করেন। পাশাপাশি তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ ও উন্নত সম্পদ ব্যবস্থাপনার কৌশল বিকাশের লক্ষ্যে চলমান জাতীয় প্রকল্পগুলোর কথা উল্লেখ করেছেন।

পরিশেষে তিনি সদ্য স্নাতক সম্পন্নকারী ও তাদের পরিবারবর্গকে অভিনন্দন জানান। অর্জিত জ্ঞান দ্বীন ইসলাম, দেশ ও জাতির কল্যাণে প্রয়োগ করতে তিনি আহ্বান জানান।


তথ্যসূত্র:
1. Deputy PM Mullah Baradar Addresses Scholars at Jamia Mazhar-ul-Uloom Niazi Ceremony in Khost
– https://tinyurl.com/26cr8afc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমোগাদিশু বাহিনী ও দখলদার AUSSOM জোট বাহিনীর উপর আশ-শাবাবের হামলা অব্যাহত
পরবর্তী নিবন্ধযুদ্ধবিরতির প্রথম প্রহরে বর্বর ইসরায়েলি হামলায় নিহত ১১ ফিলিস্তিনি