নিকাব পরিধান করবে বলায় ঢাবি শিক্ষার্থীকে চ্যানেল-আই এর টকশোতে অংশগ্রহণে মানা

0
132

নিকাব পরিধান করবে বলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর টকশোতে অংশগ্ৰহণ করতে মানা করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিসা ইসলাম সাকাফি কে।

রবিবার (১৯ জানুয়ারি) ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন সাকাফি।

নাফিসা ইসলাম সাকাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

ফেসবুকে সাকাফি লেখেন, ‘আজকে বিকেল ৩টায় চ্যানেল আই-এর একটা টকশোতে এটেন্ড করার জন্য আমন্ত্রণ জানানো হয়। আমি যাবো বলে চ্যানেল আই এর শিকদার ভাইকে জানাই।

কিছুক্ষণ আগে শিকদার ভাই কল দেয়ার পর আমি উনাকে জানাই, “আমি নিকাব করে টকশোতে এটেন্ড করবো।” এরপর শিকদার ভাই, জাহিদ ভাইকে জানায়, নিকাব করে টকশোতে এটেন্ড করা যাবে না।

জাহিদ ভাই আমার সাথে যোগাযোগ করলে, আমি মাস্ক পরে টকশোতে এটেন্ড করবো জানাই। জাহিদ ভাই, শিকদার ভাইকে সেটা জানায়। কিন্তু চ্যানেল আই এক্ষেত্রে আমাকে এলাউ করেনি। আমাকে বাদ দিয়ে অন্য কাউকে টকশোর জন্য নিবে জানায়।’

তিনি আরও লেখেন, ‘জাহিদ ভাই, শিকদার ভাইকে বলে, “নিকাব করে মেয়েরাও আন্দোলন করেছে। নিকাব করে কেন টকশোতে এটেন্ড করা যাবে না?”  শিকদার ভাই জানায়, এটা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডিসিশন।

এক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সম্পাদক হাসান ইনাম এবং লিগাল সেলের মেম্বার ফারদিন চ্যানেল আই এর এই টকশোতে এটেন্ড করে কিনা সেটাই দেখার বিষয়।’

মুসলিম অধ্যুষিত বাংলাদেশে হিজাব পরিধান করায় টকশোতে অংশগ্রহণ না করতে দেওয়ায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধবিরতির প্রাক্কালেও গাজায় হত্যাযজ্ঞ, নিহত ৪৭ হাজার ছুঁই ছুঁই
পরবর্তী নিবন্ধমোগাদিশু বাহিনী ও দখলদার AUSSOM জোট বাহিনীর উপর আশ-শাবাবের হামলা অব্যাহত