যুদ্ধবিরতি কার্যকরের পরেও গাজায় হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল। দখলদার বাহিনীর হামলায় ১৯ জানুয়ারি, রবিবার ১১জন ফিলিস্তিনি নিহত হয়েছে। অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সিভিল ডিফেন্সের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
গাজার মেডিকেল সূত্রে জানা গেছে, বেইত লাহিয়া, গাজা সিটি এবং আল-বুরেজ এলাকায় চলমান হামলায় মোট ১১ জন নিহত হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছে। গাজার উত্তরাঞ্চলের বেইত হানুন এবং অন্যান্য এলাকায়ও সহিংস গোলাবর্ষণ করেছে দখলদাররা।
সিভিল ডিফেন্সের বিবৃতিতে বলা হয়েছে, গাজা সিটিতে ৬ জন, উত্তর গাজায় ৩ জন এবং রাফায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ২৫ জনেরও বেশি আহত হয়েছেন। এদিকে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের প্রথম দিনে মুক্তি দেয়া তিনজন ইসরায়েলি বন্দির নাম প্রকাশ করেছে গাজার শাসকগোষ্ঠী হামাস। এক টেলিগ্রাম পোস্টে হামাসের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
গাজায় স্থানীয় সময় ১৯ জানুয়ারি, রবিবার সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে তা আলোর মুখ দেখেনি। ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর (আইডিএফ) মুখপাত্র দানিয়েল হ্যাগারি জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হয়নি এবং গাজায় এখনো দখলদার বাহিনী ‘আগ্রাসন’ চালিয়ে যাচ্ছে।
তথ্যসূত্র:
1.Israeli airstrikes in Gaza raise death toll to 11 since early morning
– https://tinyurl.com/3smhw8hk