তালিবান শরণার্থী মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মৌলভী আব্দুল কবির হাফিযাহুল্লাহ

0
47

ইমারতে ইসলামিয়ার সর্বোচ্চ আমিরের জারিকৃত ডিক্রি অনুযায়ী বিগত ১৮ই জানুয়ারি শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করেছেন মৌলভী আব্দুল কবির হাফিযাহুল্লাহ।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমারতে ইসলামিয়ার সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রী শাইখ মুহাম্মদ খালিদ হানাফি হাফিযাহুল্লাহ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

ইমারতে ইসলামিয়ার বিভিন্ন সেক্টরে অবদানের জন্য তিনি মৌলভী আব্দুল কবির হাফিযাহুল্লাহ’র প্রশংসা করেন। তিনি বলেন, ইসলামী শাসনের একটি অন্যতম মূলনীতি হল আনুগত্য। ইমারতের প্রতি মৌলভী আব্দুল কবির হাফিযাহুল্লাহ’র আনুগত্যই তার দ্বীনদারিতাকে প্রকাশ করে। এছাড়া তার যোগ্যতা ও অভিজ্ঞতা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন শাইখ খালিদ হাফিযাহুল্লাহ।

অপরদিকে, শরণার্থী মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকায় জনসেবার সুযোগ লাভ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মৌলভী আব্দুল কবির হাফিযাহুল্লাহ। তিনি প্রয়াত শরণার্থী মন্ত্রী শহীদ খলিলুর রহমান হাক্কানি রহিমাহুল্লাহ’র প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন, পাশাপাশি উক্ত খাতে শহীদ হাক্কানি রহিমাহুল্লাহ’র অবদানের কথা তুলে ধরেন।

মন্ত্রণালয়ের সেবা বাড়ানোর ব্যাপারে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। কর্মকর্তা-কর্মচারীদের তাদের কাজের প্রতি আন্তরিক ও প্রতিজ্ঞাবদ্ধ থাকার আহ্বান জানান। একই সাথে মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি টিমওয়ার্কের গুরুত্ব তুলে ধরেন।


তথ্যসূত্র:
1. Mawlawi Abdul Kabir Officially Takes Office as Acting Refugees and Repatriation Minister
– https://tinyurl.com/4s5j8td8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের পাঞ্জাবে কাশ্মীরি ব্যবসায়ীকে মারধর ও মালামাল লুটপাট করলো হিন্দুত্ববাদীরা
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে আধুনিক বাণিজ্যিক মার্কেটের কাজ সম্পন্ন