ইমারতে ইসলামিয়ার বাহিনীতে যুক্ত হল ৮৯ জন নতুন সেনা সদস্য

0
20

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সেনাবাহিনীতে বিরতিহীনভাবে যুক্ত হচ্ছে নতুন নতুন সেনা সদস্য। এরই ধারাবাহিকতায় এবার নতুন করে ৮৯ জন সেনা সদস্য নিয়মিত সেনাবাহিনীতে যুক্ত হয়েছেন। সম্প্রতি তারা তিন মাসের সামরিক ও শরিয়াহ সম্পর্কিত কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন।

ইমারতে ইসলামিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ২০ জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, হযরত আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু যৌথ যুদ্ধ প্রশিক্ষণ কেন্দ্র থেকে কয়েক ডজন তরুণ সেনা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে স্নাতক অর্জন করেছেন।

সেনাদের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডার মৌলভী নাসিবুল্লাহ হাফিযাহুল্লাহসহ অন্যান্য উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা। তারা সেনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ উপদেশ প্রদান করেন এবং নতুন সেনাদের অভিনন্দন জানান।


তথ্যসূত্র:
1. ۸۹ تن منسوبین جوان از مرکز تعليمات مشترک محاربوی عبدالله بن مسعود رض فراغت حاصل نمودند
– https://tinyurl.com/3yejcdv4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ“অপারেশন আল-আকসা” জায়োনিস্টদের বিরুদ্ধে যুদ্ধের নতুন সমীকরণ তৈরি করেছে: আবু উবাইদাহ
পরবর্তী নিবন্ধগাজায় যুদ্ধবিরতির পর বেরিয়ে আসছে লাশের সারি