আফগানিস্তানের লাঘমান প্রদেশে ১০টি সেতু নির্মাণ ও ১৬০০ মিটার দীর্ঘ খাল খননের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। উক্ত প্রদেশের মেহতারলাম পৌরসভার ২য় জেলায় প্রকল্পসমূহ বাস্তবায়িত হচ্ছে। পৌরসভার নিজস্ব তহবিল থেকে এই নির্মাণ কাজের জন্য অর্থায়ন করা হয়েছে। এত ব্যয় হচ্ছে ৫ মিলিয়ন আফগানি।
পৌরসভাটির প্রকল্প সংশ্লিষ্ট জরিপ প্রকৌশলী জানান, খাল ও কালভার্টের উন্নয়ন কাজ পেশাদারিত্ব ও সঠিক মান বজায় রেখে অগ্রসর হচ্ছে, প্রকল্পসমূহের কাজ ইতোমধ্যে ৬০ শতাংশ পর্যন্ত সম্পন্ন হয়ে গেছে।
খাল ও সেতু নির্মাণ কাজের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন মেহতারলাম শহরের বাসিন্দাগণ। পাশাপাশি এই ধরনের উদ্যোগ বাস্তবায়নের জন্য জন্য তারা পৌর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এছাড়া লাঘমান প্রদেশে ১৯টি পানি সংরক্ষণ ও পাইপলাইন স্থাপন প্রকল্পের উদ্বোধন করেছে ইমারতে ইসলামিয়ার পানি সম্পদ ও জ্বালানি বিষয়ক মন্ত্রণালয়। এতে ৪৯ মিলিয়ন আফগানির অধিক বাজেট নির্ধারিত হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে প্রকল্পগুলো চূড়ান্ত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এতে প্রদেশটিতে অসংখ্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
তথ্যসূত্র:
1. Construction of Bridges and Canals in Laghman underway in full swing
– https://tinyurl.com/393pvfz2
2. 19 Projects Worth Over 49 Million AFN Inaugurated in Laghman
– https://tinyurl.com/5ep73typ