যশোরের মণিরামপুরে জামায়াত নেতার গাড়ি ভর্তি মাছ লুট করে বিক্রি করেছে বিএনপির কর্মীরা। রবিবার (১৯ জানুয়ারি) সিসি টিভির ভিডিও ফুটেজে মাছ লুটের ঘটনা ধরা পড়ে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে কালিবাড়ি মোড় হতে কপালিয়া বাজারে বিক্রির উদ্দেশ্যে মাছ আড়তে নেওয়ার সময় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। শনিবারের ঘটনা হলেও বিষয়টি রবিবার দুপুরে প্রকাশ্যে আসে।
কুলটিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আবু নসর গণমাধ্যমকে বলেন, ‘এলাকায় আমাদের তিনটি ঘের আছে। আমাদের সাবেক থানা আমির লেয়াকত হোসেনসহ কয়েকজনে ঘেরে মাছ চাষ করি।
শনিবার দুটি ঘের থেকে ১৮-২০ মণ মাছ ধরে গাড়ি করে কপালিয়া বাজারে আড়তে বিক্রির জন্য পাঠানো হয়ে। রাস্তায় কিছু লোক গাড়িসহ মাছ ছিনিয়ে নিয়ে বিক্রি করে দেয়।’
আবু নসর আরও বলেন, ‘লুট করা মাছ তারা ৯৩ হাজার টাকায় বিক্রির কথা স্বীকার করেছে। চাপ দিয়ে তাদের কাছ থেকে ৮৯ হাজার টাকা উদ্ধার করেছি। এলাকার কিছু লোক এর সঙ্গে জড়িত আছে। সব তথ্য উদ্ধারের পর নিজেরা বসে সিদ্ধান্ত নিয়ে থানায় অভিযোগ করার কথা ভাবছি।’
তথ্যসূত্র:
১.ছাত্রলীগ ভেবে জামায়াত নেতার মাছ লুট বিএনপি কর্মীর
-https://tinyurl.com/yeymt9sy