চুরির মাল নিয়ে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, আহত ১৫

0
26

ভোলার মনপুরায় বালুর জাহাজের চুরি হওয়া নোঙ্গর ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে অনন্ত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে চরফ্যাশন-মনপুরা আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম আলমের সমর্থক ১০ জন ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সমর্থক পাঁচজন।

সোমবার (২১ জানুয়ারি )সকাল সাড়ে ১০টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলম বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে জানিয়েছে, গত ১৩ জানুয়ারি একটি বালুর জাহাজের চুরি হওয়া নোঙ্গর বিক্রি ও ভাগাভাগিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তখন স্থানীয় বিএনপির দুই গ্রুপের নেতারা বসে সমাধান করার উদ্যোগ গ্রহণ করে। কিন্তু এত দিনে সমাধান না হওয়ায় ফের  সোমবার (২০ জানুয়ারি ) কথা কাটাকাটির একপর্যায়ে দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের ১৫ জন আহত হয়।


তথ্যসূত্র:
১.মনপুরায় চুরির মাল নিয়ে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, আহত ১৫
-https://tinyurl.com/3nfd5yp7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধটুঙ্গিপাড়ায় ইয়াবাসহ আটক ছাত্রদল নেতা; ২০২ টি ইয়াবা উদ্ধার
পরবর্তী নিবন্ধপাঁচবিবি সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ এর বেড়া নির্মাণের চেষ্টা; বিজিবির বাধায় কাজ বন্ধ