পিস্তলসহ আটক ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের গাড়ি ভাঙচুর; আহত এসআই

0
46

ময়মনসিংহে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ বুলবুল আহম্মেদ সজীব (৩০) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়। এদিকে আটক নেতাকে ছিনিয়ে নিতে সমর্থকরা পুলিশের গাড়িতে হামলার করেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছে।

এর আগে সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর বলাশপুর মরাখলা এলাকা থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়।

আটক সজীব একই এলাকার মৃত এমরান হোসেনের ছেলে। সে মহানগর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছে, সজীবকে আটক করে থানায় নেওয়ার পথে তার সমর্থকরা বাধা দেয়। এসময় তারা সজীবকে ছিনিয়ে নিতে পুলিশের দুটি মাইক্রোবাসে ভাঙচুর চালায়। এতে রফিকুল ইসলাম নামে পুলিশের এসআই আহত হয়।


তথ্যসূত্র:
১.পিস্তলসহ আটক ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের গাড়ি ভাঙচুর
-https://tinyurl.com/2jzcdb2y

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাঁচবিবি সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ এর বেড়া নির্মাণের চেষ্টা; বিজিবির বাধায় কাজ বন্ধ
পরবর্তী নিবন্ধপাকিস্তানের অবহেলায় বোন আফিয়া সিদ্দিকীর ক্লিমেন্সী আবেদনে সাড়া দেয়নি জো বাইডেন