আফগানিস্তানের নানগারহার প্রদেশে ৫৫০ জন পুলিশ সদস্যের পেশাগত ও শরীয়াহ প্রশিক্ষণ সম্পন্ন

0
17

আফগানিস্তানের নানগারহার প্রদেশের পূর্বাঞ্চলে ইসলামিক পুলিশ প্রশিক্ষণ ও শিক্ষা কেন্দ্র হতে ৫৫০ জন পুলিশ সদস্য সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। উক্ত অঞ্চলের নিরাপত্তা জোরদার করতে এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রশিক্ষণে সদস্যগণ টহল, চেকপয়েন্ট, তল্লাশি, বিভিন্ন অস্ত্র ব্যবহার, অন্যান্য সুরক্ষা কৌশল ও দক্ষতাসহ পেশাগত এবং শরীয়াহ বিষয়ক জ্ঞান লাভ করেছেন।

এই উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে একাধিক প্রদেশের পুলিশ কমান্ডের গুরুত্বপূর্ণ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বক্তব্যে পেশাগত দক্ষতা ও আদর্শিক শিক্ষা, উভয় প্রকার জ্ঞানের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডার ক্বারী রহমতুল্লাহ নোমানী হাফিযাহুল্লাহ। তিনি আরও বলেন, ইসলামী শাসন ব্যবস্থাকে শক্তিশালী করা এবং একটি সুসংগঠিত নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করাই এই প্রশিক্ষণের লক্ষ্য।

মুজাহিদগণ এখন নতুন দক্ষতায় সজ্জিত, এই দক্ষতা কাজে লাগিয়ে তারা দেশকে আরও ভালোভাবে সুরক্ষা দিতে সক্ষম হবে বলে তিনি মন্তব্য করেছেন। এছাড়া স্বজাতিকে কার্যকরভাবে সেবা প্রদান করতে পুলিশ সদস্যগণ আপন প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।


তথ্যসূত্র:
1. 550 Police Personnel Graduate in Nangarhar, Ready to Serve Community
– https://tinyurl.com/4st7d3ca
2. https://x.com/moiafghanistan/status/1881585925194690819

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাইডেনের আটকে দেওয়া বোমা ইসরায়েলকে দিতে যাচ্ছে ট্রাম্প
পরবর্তী নিবন্ধউত্তর গাজার বেইত আল-হানুন: জায়োনিস্টদের কবরস্থান