বাইডেনের আটকে দেওয়া বোমা ইসরায়েলকে দিতে যাচ্ছে ট্রাম্প

0
15

মার্কিন মদদে গাজায় গণহত্যা চালিয়ে যাওয়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল। ফিলিস্তিনিদের ওপর নির্বিচার হামলা চালানোয় ইসরায়েলের জন্য তৈরি করা ‘২০০০ পাউন্ডের’ শক্তিশালী বোমার একটি চালান আটকে দিয়েছিল সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ২০ জানুয়ারি, সোমবার দায়িত্ব নেওয়া নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব বোমা ইসরায়েলকে ফেরত দিতে যাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই চালানটির ছাড় করার নির্দেশ দেবে সে।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি দূতের বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসও একই তথ্য জানিয়েছে।

এছাড়া ইসরায়েলি উগ্র বসতিস্থাপনকারীদের ওপর বাইডেন যেসব নিষেধাজ্ঞা দিয়েছিল; ট্রাম্প সেগুলোও তুলে নিতে যাচ্ছে। ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা সাধারণ ফিলিস্তিনিদের ওপর প্রায়ই হামলা চালায়। আন্তর্জাতিক চাপে এসব হামলা বন্ধে উগ্রপন্থি এসব ইসরায়েলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন প্রশাসন।

এদিকে শপথ গ্রহণের পর ট্রাম্প জানিয়েছে, সে বিশ্বে শান্তি আনা ও সব যুদ্ধ বন্ধের জন্য কাজ করবে। তবে এরমধ্যেই জানা গেল, ইসরায়েলকে বিধ্বংসী এসব বোমা দিতে যাচ্ছে সে । গাজার খান ইউনিসের আল-মাওয়াসি ক্যাম্পে গত সেপ্টেম্বরে ‘২০০০ পাউন্ডের’ একটি বোমা ফেলেছিল ইসরায়েলি সেনারা। এতে সেখানে ৩৩/৫০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছিল।


তথ্যসূত্র:
1. Trump to lift pause on 2,000-pound bomb supply to Israel, Walla News reports
– https://tinyurl.com/3e7mczcb
2.Trump to lift pause on 2,000-pound bomb supply to Israel, Walla News reports
– https://tinyurl.com/yc7eenf8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েল
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের নানগারহার প্রদেশে ৫৫০ জন পুলিশ সদস্যের পেশাগত ও শরীয়াহ প্রশিক্ষণ সম্পন্ন