১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই গ্রুপের সমাবেশ; সংঘর্ষে আহত ০৪

0
3

উপজেলা প্রশাসনের ঘোষিত ১৪৪ ধারার মধ্যেই সাতক্ষীরার শ্যামনগরে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দু’পক্ষ, এতে চারজন আহত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বিকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা নাগাদ উপজেলার বংশীপুর এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়। এর আগে বুধবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দু’পক্ষের উত্তেজনা ঘিরে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

বিএনপির উপজেলা ও পৌরসভার নতুন কমিটি ঘিরে টানা কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল শ্যামনগর উপজেলায়।

উত্তেজনার মধ্যেই বুধবার উভয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম।

বুধবার বিকালে সদ্যবিলুপ্ত উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সোলাইমান কবির বাসটার্মিনাল এলাকায় শান্তি সমাবেশের ডাক দেয়। এতে বাধা দেয় সদ্যবিলুপ্ত কমিটির সভাপতি আব্দুল ওয়াহেদ গ্রুপের নেতাকর্মীরা।

এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে পুলিশ ও সেনাবাহিনী।


তথ্যসূত্র:
১.১৪৪ ধারার মধ্যেই সাতক্ষীরায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪
-https://tinyurl.com/ytfpebmn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ধ্বংসস্তূপ থেকে ২ শতাধিক লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধপ্রতিশ্রুতি দিলেও জয়পুরহাট সীমান্তে খুঁটি ও কাঁটাতারের বেড়া তুলে নেয়নি বিএসএফ