বৈঠকে প্রতিশ্রুতি দিয়েও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির পূর্বউচনা ঘোনাপাড়া সীমান্তের খুঁটি ও কাঁটাতারের বেড়া তুলে নেয়নি বিএসএফ।
গত মঙ্গলবার (২১ জানুয়ারি ) ভোর থেকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা ঘোনাপাড়া ২৮১ নম্বর পিলার এলাকায় সীমান্তের শূন্যরেখার ২০ গজ ভেতরে কাঁটাতারের বেড়া দেয় বিএসএফ।
পরবর্তীতে বিষয়টি নজরে আসলে মঙ্গলবার বিকেলে পতাকা বৈঠকে বসে বিজিবি ও বিএসএফ। এ সময় বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, তারা কাঁটাতারের বেড়া তুলে নিবে। কিন্তু প্রতিশ্রুতি দিলেও বুধবার (২২ জানুয়ারি ) পর্যন্ত তা তুলে নেয়নি বিএসএফ।
এ ব্যাপারে বিজিবির কমান্ডার শাহজাহান গণমাধ্যমকে জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে মঙ্গলবার ভোরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির পূর্বউচনা সীমান্তের শূন্য রেখার ২০ গজের ভেতরে খুঁটি ও কাঁটাতারের বেড়া দিয়েছিল বিএসএফ। মঙ্গলবার বিকেলেই বিজিবি সদস্যরা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়। ওই বৈঠকে খুঁটি ও কাঁটাতারের বেড়া বুধবারের মধ্যে তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেয় বিএসএফ। কিন্তু খুঁটি ও কাঁটাতারের বেড়া তুলে নেয়নি বিএসএফ। এ ব্যাপারে ইতিমধ্যে বিএসএফকে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।
ঘোনাপাড়া সীমান্তের স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে জানিয়েছেন, তারা বুধবার ২৮১ নম্বর মূল পিলারের ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর সাব পিলারের কাছাকাছি গিয়েছিল। সেখানে খুঁটি ও কাঁটাতারের বেড়া এখনো পোঁতা আছে। তবে বুধবার দিনের বেলায় বিএসএফ সদস্যদের আর নতুন করে কাজ করতে দেখা যায়নি।
তথ্যসূত্র:
১.প্রতিশ্রুতি দিলেও জয়পুরহাট সীমান্তে খুঁটি ও কাঁটাতারের বেড়া তুলে নেয়নি বিএসএফ
-https://tinyurl.com/4kmments