ছাত্র আন্দোলনের সমন্বয়কের উপর নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগের হামলা

0
30

পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম হোসেনের ওপর হামলা চালিয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

আহত ছাত্র সমন্বয়ক ইব্রাহিম পৌর শহরের পূর্বটেংরি এলাকার মো. আব্দুস সালামের ছেলে ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয়রা ও পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, রাত ১০টার দিকে ইব্রাহিম ও তার আরেকজন বন্ধু কলেজের সামনে বসে চা খাচ্ছিলেন। এসময় ৩-৪ জনের একটি গ্রুপ লাঠিসোটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করে। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ইব্রাহিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আহত ওই সমন্বয়ক ফেসবুকে একটি লাইভ ভিডিওতে বলেন, ‘পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল হোসেনসহ আরও কয়েকজন লাঠি নিয়ে আমার ওপর হামলা চালায়। এসময় শাকিল আমাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র বের করে গুলি করার চেষ্টা করলে স্থানীয়দের তোপের মুখে পালিয়ে যায়। আমি এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি।’


তথ্যসূত্র:
১.ঈশ্বরদীতে সমন্বয়কের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা
-https://tinyurl.com/ys4j6x9m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধস্কুলের ইট চুরির সময় ধরা খেল আওয়ামী লীগ নেতা
পরবর্তী নিবন্ধহেলিকপ্টার থেকে বিজিবির ছোড়া গুলিতে ছিন্নভিন্ন মনিরের পা; গত ৬ মাসে ১২ বার অপারেশন