চাঁদার টাকা না পেয়ে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাল মিয়ার বিরুদ্ধে।
বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানি গ্রামের আবুল হোসেনের ছেলে মো. বেলাল হোসেনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানা পুলিশ অভিযোগ না নেওয়ায় পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বিরুদ্ধে একটি চাঁদা দাবির মামলা করা হয়েছে।
গণমাধ্যমের বরাতে জানা যায়, সাতানি গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মুদি ব্যবসায়ী মো. বেলাল হোসেনের নতুন বাড়িতে একই গ্রামের এমদাদ হাওলাদারের ছেলে মিজানুর রহমান লাল মিয়া, সাবু ও সাইফুলের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর, নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট ও বসতঘরে ভাঙচুর চালায়।
তথ্যসূত্র:
১.যুবদল নেতার কাণ্ড, দুমকীতে চাঁদা না পেয়ে বাড়িতে হামলা
-https://tinyurl.com/48vvy3dx