মিয়ানমার সীমান্তে পুতে রাখা মাইন বিস্ফোরণে পা উড়ে গেল বাংলাদেশীর

0
0

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশীর পা উড়ে গেছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে উপজেলার আশার তলী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী হোসেন (৩৫) আশার তলী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় জনপ্রতিনিধি মোহাম্মদ সামসুল আলম গণমাধ্যমকে জানিয়েছে, বিস্ফোরণে মোহাম্মদ আলীর পা উড়ে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে ভর্তি করে। তিনি সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ করে গরু আনতে যাওয়ার পথে বিস্ফোরণে আহত হন।

স্থানীয়রা জানায়, এ ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মিয়ানমার সীমান্তে যুদ্ধাবস্থা চলায় সেখানে ওই দেশের সেনাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদী দলগুলো সীমান্তের বিভিন্ন এলাকায় মাইন পুতে রেখেছে।


তথ্যসূত্র:
১.বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে পা উড়ে গেল বাংলাদেশীর
-https://tinyurl.com/yc2cx7k8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ সীমান্তে ‘অপস আ্যলার্ট’ জারি করলো বিএসএফ
পরবর্তী নিবন্ধভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ০৮, আহত ০৭