ভারতের সামরিক বাহিনীর জন্য কাজ করা একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত আটজন নিহত এবং সাতজন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার জহরনগর এলাকায় অবস্থিত ওই কারখানার এলটিপি বিভাগে বিস্ফোরণটি ঘটে।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বিকেলে এক অনুষ্ঠানে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে।
এনডিটিভি জানায়, বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে এর আওয়াজ প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। দূর থেকে ধারণ করা ভিডিওতে ওই কারখানা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।
এর আগে, ভান্ডারার জেলা প্রশাসক সঞ্জয় কোলতে জানান, কারখানার এলটিপি বিভাগে থাকা ১৪ শ্রমিকের আটকে পড়ার খবর পাওয়া যায়।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস গণমাধ্যমকে জানিয়েছে, ভান্ডারা জেলায় অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণের ছাদ ধসে পড়ে ১৩-১৪ জন কর্মী আটকে পড়েছে। ঘটনাস্থলে আছে ভান্ডারার জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
তথ্যসূত্র:
1.8 Dead In Explosion At Maharashtra Ordnance Factory, Blast Heard 5 km Away
-https://tinyurl.com/2355vku4
2.8 dead in massive blast at ordnance factory in Maharashtra’s Bhandara
-https://tinyurl.com/s2tcst2t