সোমালিয়ায় দখলদার শক্তির বিরুদ্ধে আশ-শাবাবের হামলা অব্যাহত: হতাহত ১০ এরও বেশি ক্রুসেডার

0
58

সোমালিয়ার দক্ষিণাঞ্চলে বিদেশি দখলদার সামরিক বাহিনীকে লক্ষ্য করে ৬টি পৃথক হামলা চালিয়েছেন আশ-শাবাব মুজাহিদিন। এতে ১০ এরও বেশি দখলদার ইথিওপিয়ান সৈন্য এবং আরও অসংখ্য উগান্ডান সৈন্য হতাহত হয়েছে বলে জানা গেছে।

শাহাদাহ এজেন্সির রিপোর্ট থেকে জানা যায়, সোমালিয়ার দক্ষিণাঞ্চলে সম্প্রতি বিদেশি দখলদার বাহিনীর বিরুদ্ধে হামলার তীব্রতা বাড়িয়েছে আশ-শাবাব। সাম্প্রতিক সময়ে পরিচালিত শাবাবের এসকল হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ক্রুসেডার ইথিওপিয়ান বাহিনীর পাশাপাশি জাতিসংঘ দ্বারা সমর্থিত আফ্রিকান ইউনিয়নের সাথে যুক্ত উগান্ডার সেনাবাহিনী।

সূত্রমতে, গত বুধবার ২২ জানুয়ারি, সোমালিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বাকোল অঞ্চলের হুদুর এলাকায় একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে প্রথম হামলা চালানো হয়। আশ-শাবাব মুজাহিদিনরা এই অঞ্চলে দখলদার ইথিওপীয় বাহিনীর একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে মর্টার শেল দ্বারা হামলাটি চালান। মুজাহিদদের এই হামলায় বেশ কিছু দখলদার সৈন্য নিহত ও আহত হয়েছে বলে জানা গেছে।

অপরদিকে গত বৃহস্পতিবার ২৩শে জানুয়ারী, ইথিওপিয়ান বাহিনীর বিরুদ্ধে আরও দুটি পৃথক আক্রমণ চালান আশ-শাবাব মুজাহিদিনরা।

প্রথম আক্রমণটি, বৃহস্পতিবার দুপুরে উপসাগরীয় বে রাজ্যের বাইদোয়া বিমানবন্দরে অবস্থিত ইথিওপীয় সৈন্যদের লক্ষ্যবস্তু করে চালানো হয়। এই হামলায় শত্রু অবস্থান লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইস ব্যবহার করেন মুজাহিদিনরা। এতে দখলদার ইথিওপীয়ান বাহিনীর ২ সৈন্য নিহত এবং আরও ৩ সৈন্য আহত হয়।

এই হামলার কয়েকঘন্টা পর, বিকাল বেলায় বিমানবন্দরে ইথিওপীয় বাহিনীকে লক্ষ্য করে ফের বোমা হামলা চালান আশ-শাবাব মুজাহিদিন। ফলে এদিন শাবাবের সফল হামলায় ইথিওপিয়ান বাহিনীর আরও ৪ সৈন্য নিহত এবং একাধিক সৈন্য আহত হয়।

এদিন দখলদার উগান্ডান সেনাবাহিনীকে লক্ষ্যবস্তু করে ৩টি হামলা চালান আশ-শাবাব মুজাহিদিন। মর্টার শেল দ্বারা এই হামলাগুলো বে রাজ্যের বাইদোয়া, শাবেল রাজ্যের কোরিওলি এবং বুলো মারির এলাকায় চালানো হয়। মুজাহিদদের হামলাগুলোতে সফল লক্ষ্যবস্তুতে পরিণত হয় উগান্ডান বাহিনীর ৩টি সামরিক ঘাঁটি। ঘাটিগুলোতে শাবাবের এই হামলায় বস্তুগত ক্ষয়ক্ষতি ছাড়াও বহু সংখ্যক উগান্ডান সৈন্য নিহত ও আহত হয়েছে বলেও জানা গেছে।


তথ্যসূত:
– https://tinyurl.com/mr4bfhk9
– https://tinyurl.com/mr3sbdpp
– https://tinyurl.com/3zzbm269

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ১৫ হাজারের বেশি স্কুলগামী ফিলিস্তিনি শিশু শহীদ-নিখোঁজ
পরবর্তী নিবন্ধগাজায় তিন ইসরায়েলি সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকর