গত ২৩ জানুয়ারি নারী নিপীড়নের ভিত্তিহীন অভিযোগ এনে ইমারতে ইসলামিয়া’র সর্বোচ্চ আমির মৌলভী হেবাতুল্লাহ আখুন্দযাদা হাফিযাহুল্লাহ ও প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানি হাফিযাহুল্লাহ’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত(আইসিসি)’র একজন প্রসিকিউটর। ভিত্তিহীন এই অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছে ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের জারিকৃত একটি কঠোর বিবৃতির মাধ্যমে উক্ত অভিযোগকে প্রত্যাখ্যান করা হয়েছে। এই অভিযোগের কোনো ন্যায্য আইনি ভিত্তি নেই এবং এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এতে আরও জানানো হয়, অভিযোগগুলো এমন এক সময়ে উত্থাপিত হয়েছে যখন আফগানিস্তানের নিরাপত্তা অবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। দেশ থেকে বেসরকারি কারাগার নির্মূলের পাশাপাশি অপহরণ, যুদ্ধবাজদের প্রভাব এবং নিষ্ঠুরতা ও অমানবিকতার চর্চা দূরীভূত হচ্ছে। ফলে জনগণ স্বস্তি লাভ করতে শুরু করেছে।
আফগানিস্তানে ২০ বছরের পশ্চিমা আগ্রাসন ও তাদের মিত্রদের দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধ ও অমানবিক আচরণে সংস্থাটি নীরব ভূমিকা পালন করেছিল, যা অত্যন্ত হতাশাজনক বলে বিবৃতিতে সমালোচনা করা হয়েছে। এই ধরনের দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠানটির বিশ্বস্ততার ভঙ্গুর অবস্থানকে আরও বেশি ক্ষুণ্ণ করেছে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এটির অবস্থানকে সম্পূর্ণ অর্থহীন করে তুলেছে।
প্রতিষ্ঠানটির উচিত নয় মানবাধিকার সংশ্লিষ্ট নিজের মনগড়া মতামত সারা বিশ্বের উপর চাপিয়ে দেয়া। বিশ্বের অন্যান্য জাতির (বিশেষত মুসলিম জাতি) ধর্মীয় ও জাতীয় মূল্যবোধকে উপেক্ষা করা এটির উচিত নয় বলেও বিবৃতিতে তুলে ধরা হয়েছে।
তথ্যসূত্র:
1. Statement of MoFA-IEA Regarding Allegations of ICC Prosecutor on IEA Leaders
– https://tinyurl.com/2vdcfttk
2. Islamic Emirate of Afghanistan Rejects ICC Charges
– https://tinyurl.com/bwd85bw3