দখলদার ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করায় গাজায় তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যম ‘গাজা নাউ’ মৃত্যুদণ্ড কার্যকরের একটি ভিডিও প্রকাশ করেছে।
ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে ‘গাজা নাউ’ টিভির ১৭ লাখ ফলোয়ার রয়েছে। ভিডিওটি প্রকাশ করেছে এই সংবাদমাধ্যমটি। এতে দেখা গেছে, হামাসের কয়েক ডজন যোদ্ধা, যাদের অনেকের গায়ে পোশাক ছিল, তারা মাটিতে শুয়ে থাকা তিনজনকে লক্ষ্য করে গুলি ছুড়ছেন। এই তিনজনের সবাই ফিলিস্তিনি। কিন্তু গত ১৫ মাস গাজায় ইসরায়েলি বাহিনী যে বর্বরতা চালিয়েছে, এতে সহযোগিতা করেছে তারা।
ভিডিওটির শিরোনামে লেখা হয়, ইহুদিবাদী দখলদারদের এজেন্টদের শাস্তি দেওয়ার মুহূর্ত। যারা আমাদের কয়েক হাজার ফিলিস্তিনিদের হত্যা করেছে।
এদিকে ইসরায়েলের সঙ্গে যারা কাজ করে বা কোনো ধরনের সহযোগিতা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে থাকে হামাস। এর সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। আর এসব দোষীদের দণ্ড প্রকাশ্যে গুলি করার মাধ্যমে কার্যকর করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে এমন অসংখ্য ইসরায়েলি সহযোগীদের গুলি করে দণ্ড কার্যকর করা হয়েছে।
যুদ্ধবিরতির পর প্রকাশ্যে আসা শুরু করেছে হামাসের যোদ্ধারা। এমনকি যুদ্ধবিরতির পরপরই হামাস সরকারের পুলিশ সদস্যদের পোশাক পরা অবস্থায় গাজার বিভিন্ন সড়কে দেখা যায়। সেখানে ট্রাফিক থেকে শুরু করে আইনশৃঙ্খলা সবকিছু নিয়ন্ত্রণ করা শুরু করেন তারা।
দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যে যুদ্ধবিরতি হয়েছে, সেটি তিনটি ধাপে সাজানো হয়েছে। প্রথম ধাপের মেয়াদ ৪২ দিন। এ সময়ের মধ্যে ৩৩ জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরাইল প্রায় দুই হাজার ফিলিস্তিনিকে তাদের কারাগার থেকে বন্দি দেবে।
তথ্যসূত্র:
1. لحظة معاقبة عملاء الاحتلال الصهيوني الذين تسببوا في قتل الآلاف من أبناء شعبنا الفلسطيني في غزة🇵🇸🔻
– https://tinyurl.com/av9ppv74
2. Video shows Hamas executing several alleged ‘collaborators’ in Gaza
– https://tinyurl.com/bdzm7znp