ভিডিও || উত্তর গাজার বেইত আল-হানুন: জায়োনিস্টদের মৃত্যু ফাঁদ

0
334

ইসরায়েলি সৈন্যদের উপর হামলার নতুন ফুটেজ প্রকাশ করেছে ফিলিস্তিন ভিত্তিক সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী আল-কাসসাম ব্রিগেড। ফুটেজে সেইসব মুহূর্তগুলি ধারণ করা হয়েছে, যখন বেশ কয়েকটি ইসরায়েলি পদাতিক বাহিনী ও সামরিক যানবাহনকে মুজাহিদিনরা অ্যাম্বুশ ও বিস্ফোরক দিয়ে লক্ষ্যবস্তু করছিলেন।

সশস্ত্র প্রতিরোধ বাহিনী ইজ্জউদ্দিন আল-কাসসাম ব্রিগেড গত শুক্রবার ২৪ জানুয়ারি, প্রায় আট মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটি ধারণ করা হয়েছে উত্তর গাজা উপত্যকার বেইত হানুনে যুদ্ধবিরতির আগের সর্বশেষ দিনগুলোতে ইসরায়েলি সৈন্যদের উপর মুজাহিদদের পরিচালিত কয়েকটি বীরত্বপূর্ণ অভিযানের আকর্ষণীয় ও অপ্রকাশিত দৃশ্যগুলো। এই ভিডিওটি, যা “বেইত হানুনে মৃত্যু ফাঁদ” সিরিজের প্রথম অংশ বলে জানা গেছে, এতে ২৯ ডিসেম্বর, ২০২৪ থেকে ৭ জানুয়ারী, ২০২৫ সালের মধ্যে মুজাহিদদের পরিচালিত হামলার একাধিক ফুটেজ রয়েছে।

ফুটেজে বেইত হানুনের আল-সিক্কে এলাকায় মুজাহিদদের স্নাইপারের গুলিতে এক ইসরায়েলি সৈন্যের গুলিবিদ্ধ হওয়া, এক ইসরায়েলি স্নাইপার ও তার সহকারী নিহত হওয়া এবং পাঁচটি অ্যান্টি-পারসোনেল ক্ষেপণাস্ত্র দিয়ে একটি বাড়িতে লুকিয়ে থাকা ইসরায়েলি বাহিনীর উপর হামলার ঘটনা দেখানো হয়েছে। ফুটেজে সেই মুহূর্তগুলিও দেখানো হয়েছে, যখন মুজাহিদিনরা জায়োনিস্ট বাহিনীর বেশ কয়েকটি পদাতিক দল ও সামরিক যানবাহনকে বিস্ফোরক ডিভাইস দিয়ে উড়িয়ে দিয়েছেন, পরে উদ্ধার করতে আসা অন্য জায়োনিস্টদেরকে লক্ষ্য করেও মুজাহিদিনরা দুঃসাহসি অভিযান পরিচালনা করেছেন।

অন্যদিকে, আল-কাসসাম ব্রিগেড তাদের বেইত হানুন ব্যাটালিয়নের কমান্ডার হুসাইন ফাইয়াজ’কেও নতুন প্রকাশিত ভিডিওটিতে দেখিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী পূর্বে দাবি করেছিল যে, তারা ফাহাদকে শহিদ করেছে। ভিডিওটির ছবিগুলি স্পষ্ট করে দেয় যে ইসরায়েলের বক্তব্য সত্য নয়।

ভিডিওটি দেখুন:

সতর্কতা! ভিডিওতে মিউজিক আছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় গণপিটুনিতে নিহত যুবদল নেতা
পরবর্তী নিবন্ধব্যবসায়ীকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ছাত্রদল নেতাকে ছাড়িয়ে নিতে থানায় হামলা; গুরুতর আহত ৫ পুলিশ