যশোরের চৌগাছায় বাঁওড়ের মাছ ধরা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বেড়গোবিন্দপুর বাঁওড়ে মাছ ধরার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, বেড়গোবিন্দপুর বাঁওড়টি সমবায় সমিতির মাধ্যমে ভূমি মন্ত্রণালয় থেকে ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন উপজেলা মৎসজীবী লীগের সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেমের অনুসারীরা। ৫ আগস্টের পরে উপজেলা যুবদলের সদস্যসচিব সালাহ উদ্দিন ও চৌগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিমকে ২০ শতাংশ শেয়ার (লভ্যাংশ) দেওয়ার শর্তে মাছ চাষ করে আবুল কাশেম। কিছুদিন আগে সে যশোর জেলা বিএনপি নেতা কালাম হোসেনের কাছে বাঁওড়ের ২০ শতাংশ শেয়ার বিক্রি করে দেয়।
শুক্রবার সকালে কালামের নেতৃত্বে চৌগাছা বিএনপির এক পক্ষের ১৫-২০ জন মাছ ধরতে যায়। এসময় সালাহ উদ্দিন ও আব্দুর রহিমের লোকজন বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের সাতজন আহত হয়।
খবর পেয়ে চৌগাছা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুইপক্ষের লোকজন পালিয়ে যায়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও দুটি মোটরসাইকেল উদ্ধার করে।
তথ্যসূত্র:
১.বাঁওড়ের মাছ ধরা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭
-https://tinyurl.com/bdenv3ud