সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় গণপিটুনিতে নিহত যুবদল নেতা

0
42

ফরিদপুরে বাড়িঘরে ভাঙচুর চালানোর অভিযোগে গণপিটুনিতে মো. মিরান খাঁ (৩৫) নামে যুবদলের এক সাবেক নেতা নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গী গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৪ জানুয়ারি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।

নিহত মিরান খাঁ উত্তর সাদীপুর এলাকার জালাল খানের ছেলে। সে গুচ্ছগ্রামে বসবাস করত। এছাড়া আলিয়াবাদ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক ছিল। পুলিশ বলছে, তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, গুচ্ছগ্রামটিতে মিরান খাঁ কয়েকজনকে সঙ্গে নিয়ে রাত সাড়ে ১২টার দিকে সন্ত্রাসী কার্যকলাপ চালায়। তারা বিভিন্ন বাড়িতে ভাঙচুর ও কুপিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। এসময় স্থানীয়রা ওই যুবককে আটক করে গণপিটুনি দেয়। পরে তাকে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয়।


তথ্যসূত্র:
১.ভাঙচুর চালাতে গিয়ে গণপিটুনিতে যুবদল নেতা নিহত
-https://tinyurl.com/575zxjed

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক অপরাধ আদালতের ভিত্তিহীন অভিযোগে তীব্র নিন্দা জানিয়েছে তালিবান প্রশাসন
পরবর্তী নিবন্ধভিডিও || উত্তর গাজার বেইত আল-হানুন: জায়োনিস্টদের মৃত্যু ফাঁদ