ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ছাত্রদল নেতাকে ছাড়িয়ে নিতে থানায় হামলা; গুরুতর আহত ৫ পুলিশ

0
57

রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ হোসাইন ওরফে মিথুন (৩৫) নামের এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানা পুলিশ। গ্রেফতার মিথুনকে বহনকারী পুলিশের গাড়ি নিউমার্কেট থানা প্রাঙ্গণে প্রবেশকালে বাঁধা দেয় তার সমর্থকেরা। মিথুনকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিতে নিউমার্কেট থানায় হামলা করে ছাত্রদল-যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী।

হামলায় নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফসহ চার থেকে পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর রাতে এই ঘটনা ঘটে।

পরবর্তীতে হামলায় জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

থানা সূত্রে জানা গেছে, গত ১০ জানুয়ারি রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হককে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এই ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠী ইমন গ্রুপের বিরুদ্ধে অভিযোগ এনে নিউ মার্কেট থানায় মামলা করে সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল হাসান।

মামলার তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এই ঘটনায় রিমান্ডে নেওয়া এক আসামি জানায়, তাকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়েছিল ছাত্রদল নেতা মিথুন। ইমন গ্রুপের মূল হোতা সানজিদুল হাসান ইমনের ধানমণ্ডি এলাকার চাঁদা তোলার কাজ করে মিথুন। সেই মিথুনকে বৃহস্পতিবার দিনগত রাতে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকা থেকে গ্রেফতার করে নিউ মার্কেট থানায় নিয়ে আসা হয়।

মিথুনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার ভোর ৪টার দিকে মিথুনকে বহনকারী পুলিশের গাড়ি নিউমার্কেট থানা প্রাঙ্গণে প্রবেশকালে মিথুনের সমর্থকদের বাঁধার মুখে পড়ে। এসময় পুলিশ সদস্যরা তাদের সরে যেতে বললেও মিথুনের সমর্থকেরা পুলিশ সদস্যদের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

হামলাকারীরা লাঠি, লোহার রড, চাপাতি নিয়ে আক্রমণ করে। এতে নিউ মার্কেট জোনের ওসি তারিক লতিফ, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আরব আলী, এসআই ফিরোজ আহমেদ, এসআই খন্দকার মেসবাহ সহ চার থেকে পাঁচ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়।

এই ঘটনার একাধিক ভিডিও ফুটেজ এসেছে। এতে দেখা যায়, মিথুনকে বহনকারী পুলিশের গাড়ি নিউমার্কেট থানার সামনে আসলে সেটির গতিরোধ করে তার সমর্থকেরা। ওসি তারিক লতিফ গাড়ি থেকে নেমে তাদের সরে যেতে অনুরোধ করে। এসময় মিথুন সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।

এক পর্যায়ে মিথুনকে নিয়ে পুলিশ থানা কম্পাউন্ডের ভেতরে চলে গেলেও থানার বাইরে থেকে পুলিশকে উদ্দেশ্য করে হুমকি দিতে দেখা যায় কয়েকজনকে।


তথ্যসূত্র:
১.ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৫ পুলিশ
-https://tinyurl.com/36fths2v

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || উত্তর গাজার বেইত আল-হানুন: জায়োনিস্টদের মৃত্যু ফাঁদ
পরবর্তী নিবন্ধবাংলাদেশী কৃষককে অপহরণ বিএসএফের; প্রতিবাদে এক ভারতীয়কে তুলে নিয়ে এলো স্থানীয়রা