বাংলাদেশী কৃষককে অপহরণ বিএসএফের; প্রতিবাদে এক ভারতীয়কে তুলে নিয়ে এলো স্থানীয়রা

0
78

দিনাজপুরের সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাংলাদেশী এক কৃষককে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে স্থানীয়রা এক ভারতীয় কৃষককে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) দিনাজপুরের এনায়েতপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

পরে পতাকা বৈঠকে উভয় দেশের কৃষককে নিজ নিজ দেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। তবে সীমান্তে উত্তেজনা তৈরি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করেছে।

স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, শুক্রবার সকাল ১০টার দিকে এনায়েতপুর বিওপি ক্যাম্প সংলগ্ন ৩২৩ মূল পিলার এলাকার পাশ থেকে আলমগীর নামে এক বাংলাদেশী নাগরিককে অপহরণ করে বিএসএফের ছয় সদস্য।

এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা নারায়ণ চন্দ্র রায় (৪৫) নামে এক ভারতীয় কৃষককে আটক করে বিজিবির হাতে তুলে দেয়। নারায়ণ চন্দ্র রায়ের বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের পূর্ব মোল্লাপাড়া গ্রামে।


তথ্যসূত্র:
১.দিনাজপুরে বিএসএফ বাংলাদেশী কৃষককে ধরায়, ভারতীয়কে ধরল স্থানীয়রা
-https://tinyurl.com/2kp9ukcc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধব্যবসায়ীকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ছাত্রদল নেতাকে ছাড়িয়ে নিতে থানায় হামলা; গুরুতর আহত ৫ পুলিশ
পরবর্তী নিবন্ধভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা