নিরাপত্তা কক্ষ ভেঙে আটক নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগ কর্মীকে ছিনিয়ে গেল সহকারী জঙ্গিরা

0
83

শিক্ষার্থীদের হাতে আটক বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শাহরিয়ার সান নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে দরজা ভেঙে ছাড়িয়ে নিয়ে বিজয় মিছিল করেছে তার সঙ্গীরা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি হামলার অভিযোগ রয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। শাহরিয়ার সান আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

গণমাধ্যমের বরাতে জানা যায়, আটক হওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগ কর্মীকে মারধরের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নিরাপত্তা কক্ষে দেড়ঘণ্টা ধরে আটকিয়ে রাখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে দরজা ভেঙে সেই ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নিয়ে বিজয় মিছিল করে ছাত্রলীগের জঙ্গিরা।

শিক্ষার্থীদের অভিযোগ, তারা সহপাঠী না, বিগত সময়ে তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল এবং সান কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে সমন্বয়কের মিটিং চলাকালীন সময়ে হামলা করেছিল।


তথ্যসূত্র:
১.বরিশাল বিশ্ববিদ্যালয়ে আটকে রাখা কর্মীকে ছিনিয়ে নিল ছাত্রলীগ!
-https://tinyurl.com/9ey5mdn6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা
পরবর্তী নিবন্ধ৯৯৯-এ কল দিয়ে আত্মসমর্পণ করলো নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগ নেতা