গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
শনিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।
এতে আহত হয়েছে জুলাই আন্দোলনের দুই সমন্বয়ক জসিম ও শরীফসহ আন্দোলনের নেতৃবৃন্দ। এছাড়াও এ ঘটনায় বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আতিক ফয়সাল ও দপ্তর সম্পাদক শেখ রাসেলও আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানিয়েছে, জঙ্গি ছাত্রলীগ নেতাকর্মীরা প্রক্টরিয়াল বডির সামনেই জুলাই আন্দোলনকারীদের লক্ষ্য করে বর্বরোচিত হামলা চালায়। এসময় নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দিতেও দেখা যায়। এছাড়াও ছবি তোলার সময় সাংবাদিক আতিক ও রাসেলসহ কয়েকজনের ওপর হামলা চালানো হয়।
এ হামলায় অভিযুক্ত জঙ্গি ছাত্রলীগ কর্মী সোহাগের বিরুদ্ধে আগেও সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনসহ একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া সোহাগ ছাত্রলীগের জোরে সাংবাদিকদেরও একাধিকবার হেনস্তা করারও অভিযোগ রয়েছে।
তথ্যসূত্র:
১.বশেমুরবিপ্রবিতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা, দুই সমন্বয়কসহ আহত ৪
-https://tinyurl.com/mkrsh6n9