দক্ষিণ-পশ্চিম সোমালিয়ার জিজু রাজ্যে মোগাদিশু সরকারি কর্মকর্তা ও সেনা সদস্যদের অবস্থান লক্ষ্য ভারী বিস্ফোরণ ঘটিয়েছেন আশ-শাবাব মুজাহিদিন। বিস্ফোরণের ফলে শত্রু শিবিরে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
শাহাদাহ এজেন্সির তথ্যমতে, আশ-শাবাব মুজাহিদিনরা গত শনিবার ২৫ জানুয়ারি রাতে, বালাদ হাওয়া জেলায় মোগাদিশু সেনাবাহিনীর (এসএনএ) একটি অবস্থান লক্ষ্য করে একটি ভারী বিস্ফোরণ ঘটিয়েছেন। এতে মোগাদিশু সরকারি বাহিনীর ২ সেনা সদস্য নিহত এবং ২ জন ডিপুটি মেয়র সহ অন্তত ১০ সেনা সদস্য আহত হয়। পরে গুরুতর অবস্থায় আহতদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, উক্ত বিস্ফোরণের আঘাতে গুরুতর আহত কর্মকর্তাদের মধ্যে থেকে বালাদক্সাও জেলার প্রথম ডেপুটি মেয়র আবদুল ফাত্তাহ নূর মতান, গত ২৬ জানুয়ারি হাসপাতালে মারা গেছে। এছাড়াও হামলায় আহত হওয়া জেলাটির দ্বিতীয় ডিপুটি মেয়র আব্দুল্লাহি আবদি আদম সহ আরও কয়েকজন কর্মকর্তা ও সেনা সদস্যের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
উল্লেখ্য যে, গত শনিবার রাজ্যটির মাসাগাওয়ে শহরে উপস্থিত মোগাদিশু বাহিনী ও হাসান গুরগুর্তের মিলিশিয়াদের পরাজিত করে শহরটির নিয়ন্ত্রণ নিয়েছেন আশ-শাবাব মুজাহিদিন। এই বিজয়ের কয়েক ঘন্টা পরেই মুজাহিদিনরা মোগাদিশু সরকারের কর্মকর্তাদের লক্ষ্য করে এই সফল আক্রমণটি চালিয়েছেন।