আফগান খনিজ পণ্য পরিবহনের জন্য নতুন বাণিজ্য করিডোর প্রতিষ্ঠায় সম্মত হয়েছে তুরস্ক ও ইরান

0
57

আফগানিস্তানের সাথে নতুন একটি বাণিজ্য করিডোর স্থাপনে সম্মত হয়েছে ইরান ও তুরস্ক। আফগান খনিজ পণ্য পরিবহন সহজতর করতে এই করিডোর প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে।

সম্প্রতি আফগানিস্তান সফর করেছেন ইরানের শিল্প ও খনি বিষয়ক পার্লামেন্ট কমিশনের সদস্য আমির তাওয়াকুলি রৌদি। এই সময় তালিবান কর্মকর্তাদের সাথে বৈঠকে ইরান-আফগানিস্তান-তুরস্ক বাণিজ্য করিডোর চালুর উদ্দেশ্যে চুক্তি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আফগান খনিজ পণ্য এই করিডোর দিয়ে পরিবহন করা হবে বলে তিনি ইরানের একটি সংবাদ মাধ্যমকে জানান।

তিনি আরও জানান, আফগানিস্তানে প্রচুর খনিজ সম্পদ রয়েছে, যা ইরানের প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে প্রক্রিয়াজাত করা হবে এবং চূড়ান্ত পণ্যে পরিণত করা হবে।


তথ্যসূত্র:
1. Afghanistan, Iran, and Turkey Agree on Establishing a New Commercial Corridor
– https://tinyurl.com/yckym62a

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ায় শাবাবের অভিযানে ২ মেয়র সহ অন্তত ১২ শত্রু সেনা হতাহত
পরবর্তী নিবন্ধউজবেকিস্তান, কিরগিজস্তান ও চীনের সাথে অর্থনৈতিক করিডোর চুক্তি নবায়ন করল ইমারতে ইসলামিয়া