উজবেকিস্তান, কিরগিজস্তান ও চীনের সাথে অর্থনৈতিক করিডোর চুক্তি নবায়ন করল ইমারতে ইসলামিয়া

0
65

আফগানিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান ও চীন এই চারটি দেশের অর্থনৈতিক করিডোর চুক্তি ২০২৫ সালে নতুন মেয়াদে বাড়ানো হয়েছে। উজবেকিস্তান সফরকালে তালিবান গণপূর্ত মন্ত্রণালয়ের রেলপথ উপমন্ত্রী মৌলভী মুহাম্মদ ইসহাক সাহিবযাদা হাফিযাহুল্লাহ এই চুক্তি নবায়ন করেছেন।

বিগত ২০২৪ সালে ৪ হাজার ২০০ কন্টেইনার এই করিডোর দিয়ে অতিক্রম করেছিল, চুক্তি মোতাবেক ২০২৫ সালেও উক্ত বাণিজ্যিক পরিবহন বহাল রাখা হবে।

উল্লেখ্য যে, আফগানিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান ও চীনকে সংযুক্ত করে উক্ত করিডোরটি ২০২২ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল।

চুক্তির মেয়াদ বৃদ্ধির ফলে করিডোরের মাধ্যমে বাণিজ্যিক পরিবহন উল্লেখযোগ্য মাত্রায় প্রশস্ত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে, যা এই অঞ্চলের বাণিজ্যিক অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. Economic corridor agreement between Afghanistan, Uzbekistan, Kyrgyzstan, and China Extended
– https://tinyurl.com/5d6rjmxu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগান খনিজ পণ্য পরিবহনের জন্য নতুন বাণিজ্য করিডোর প্রতিষ্ঠায় সম্মত হয়েছে তুরস্ক ও ইরান
পরবর্তী নিবন্ধসোমালিয়ায় শাবাবের একাধিক সফল অভিযান: বিমানবন্দরের প্রধান নিরাপত্তা চৌকি বিজয়