আড়াই বছরের ফুটফুটে শিশুকেও ছাড়ল না সন্ত্রাসী ইসরায়েল, মাথায় গুলি করে হত্যা

0
61

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের পাশে তল্লাশি অভিযান চালানোর সময় ফিলিস্তিনি এক শিশুকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি সেনার। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মেয়েশিশুটির নাম লায়লা মোহাম্মদ আয়মান আল–খাতিব। বয়স আড়াই বছর। খবর আল জাজিরা

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, জেনিনের মার্টিয়ার্স ট্রায়াঙ্গল এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময় ইসরায়েলি সন্ত্রাসী সেনারা শিশুটির মাথায় গুলি করে। এতে গুরুতর আহত হয়ে শিশুটি পরে মারা যায়।

এর আগে ফিলিস্তিনের ওয়াফা সংবাদমাধ্যম প্রতিবেদনে জানায়, গুরুতর আহত অবস্থায় শিশু লায়লাকে ফিলিস্তিনি রেডক্রিসেন্ট সোসাইটির একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছিল। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের সময় লায়লার সন্তানসম্ভবা মা–ও আহত হয়েছেন।


তথ্যসূত্র:
1. Two-year-old Palestinian Killed by IDF Fire in West Bank Raid; Army: Investigating Incident
– https://tinyurl.com/mtfdcrkm
2.Israeli forces kill 2-year-old Palestinian girl in occupied West Bank raid
– https://tinyurl.com/yjpb75ek

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপ্রত্যাহারের শেষ দিনে লেবাননে ১৫ জনকে হত্যা করল সন্ত্রাসী ইসরায়েল
পরবর্তী নিবন্ধযুদ্ধ বাধিয়ে অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের রেকর্ড