গাজা উপত্যকায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৩০৬ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ১৪ জনের মরদেহ উদ্ধারের পর এই সংখ্যা প্রকাশ করা হয়েছে।
চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক লাশ উদ্ধার হচ্ছে। এ ছাড়া ইসরায়েলি হামলায় আহতদের মধ্যে পাঁচজন সম্প্রতি মারা গেছেন। সর্বশেষ হামলায় আরও ১১ জন আহত হওয়ায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৪৮৩ জনে।
গাজায় এখনও নিখোঁজ রয়েছেন ১১ হাজারেরও বেশি মানুষ। জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলি হামলার কারণে গাজার ৮৫ শতাংশ জনগণ বাস্তুচ্যুত এবং প্রায় ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে।
তথ্যসূত্র:
1. Gazans recover 14 more bodies from rubble as death toll tops 47,300
– https://tinyurl.com/2jphft92
2.Live blog: More bodies recovered from rubble as Gaza death toll tops 47,300
– https://tinyurl.com/4py6cbzv