০২ ফেব্রুয়ারি, রবিবার অধিকৃত পশ্চিম তীরের জেনিনে হামলা চালিয়ে অন্তত ২৩টি ভবন গুঁড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েল। ফলে বাস্তুচ্যুত হয়ে পড়েছে অনেক ফিলিস্তিনি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদকেরা জানান, বিস্ফোরণে জেনিন শরণার্থী শিবিরের কাছের আদ-দামজ এলাকায় একটি আবাসিক ব্লক উড়ে গেছে। বিস্ফোরণের শব্দ জেনিন এবং আশেপাশের শহরগুলো থেকেও শোনা গেছে। রবিবার বিস্ফোরণে ২৩টি বাড়ি গুঁড়িয়ে দিয়ে সন্ত্রাসী ইসরায়েল অভিযানে আরও বেপরোয়া হয়ে ওঠারই বহিঃপ্রকাশ ঘটাল।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, চলমান ইসরয়েলি আগ্রাসনে পশ্চিম তীরের অনেক পরিবার বাস্তুচ্যুত হয়ে পড়েছে। জেনিন শরণার্থীশিবিরের বাড়িগুলো বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।
আহমেদ তোবাসি নামের জেনিনের এক বাসিন্দা জানান, দখলদার ইসরায়েলের হামলায় অবকাঠামো ধ্বংসের কারণে জেনিন শরণার্থীশিবিরের বাড়িগুলো সত্যিই বসবাসের অযোগ্য হয়ে গেছে।
হাসান নামের আরেক বাসিন্দা জানান, তিনি ও জেনিনের অন্যান্য বাসিন্দারা দুই সপ্তাহ ধরে লাগাতার হামলার শিকার হচ্ছেন। ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন সবাই। তিনি বলেন, ‘কারফিউ জারি ছিল। দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব বন্ধ।’
ফিলিস্তিনের গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয় গত ১৯ জানুয়ারি। এর দুই দিনের মাথায় ২১ জানুয়ারি থেকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।
জেনিনে চলমান সন্ত্রাসী ইসরায়েলের আগ্রাসনে অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস্তুচ্যুত হয়ে পড়েছে অনেক পরিবার।
তথ্যসূত্র:
1. Israel destroys buildings in West Bank’s Jenin after killing elderly man
– https://tinyurl.com/y7zh96za
2.Israeli forces blow up numerous buildings in Jenin refugee camp
– https://tinyurl.com/2dj8tb8b