পশ্চিম তীরে একটি সামরিক চৌকিতে ০৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার মুজাহিদদের হামলায় দুই ইসরায়েলি দখলদার সেনা নিহত হয়েছে।
দখলদার বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, মুজাহিদিনরা পশ্চিম তীরের উত্তরে তায়াসির এলাকায় স্থানীয় সময় সকালবেলা একটি সামরিক চৌকিতে ‘সন্ত্রাসী সেনাদের ওপর গুলি চালায়’। এতে দুই দখলদার সেনা নিহত হয়েছে। নিহত দুই সেনার মধ্যে একজন সার্জেন্ট মেজর ওফের ইয়ুং বলে নিশ্চিত করেছে দখলদার বাহিনী। তবে অন্য নিহত সেনার নাম এখনো প্রকাশ করা হয়নি। এ ছাড়া আরো আট সেনা আহত হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ এই হামলাকে ‘বীরত্বপূর্ণ’ আখ্যা দিয়ে বলেছে, “প্রতিরোধ চলবে, যতক্ষণ না দখলদারি শেষ হয়।”
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বছরের শুরু থেকে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর হামলায় পশ্চিম তীরে ৭০ জন নিহত হয়েছে।
এ ছাড়া এই আগ্রাসী অভিযানে দখলদাররা জেনিন শরণার্থী শিবিরসংলগ্ন এলাকায় বেশ কিছু ভবন গুঁড়িয়ে দিয়েছে।
এদিকে ইসরায়েলের এই অভিযানের নিন্দা জানিয়ে রামাল্লাহর ফিলিস্তিনি কর্তৃপক্ষ একে ‘জাতিগত নিধন’ বলে অভিহিত করেছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) মুখপাত্র জুলিয়েট তৌমা সতর্ক করেছেন, জেনিন শরণার্থী শিবিরের পরিস্থিতি ‘বিপর্যয়ের দিকে যাচ্ছে’।
জুলিয়েট আরো বলেন, ‘ইসরায়েলি বাহিনীর একের পর এক বিস্ফোরণে শিবিরের বড় অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। প্রায় ১০০টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরু হলে পশ্চিম তীরেও সহিংসতা বেড়ে যায়। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী ও বসতি স্থাপনকারীদের গুলিতে অন্তত ৮৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
তথ্যসূত্র:
1. Palestinian man, 2 Israeli soldiers killed in West Bank attack
– https://tinyurl.com/bde2bbfp
2.Two Israeli soldiers killed in West Bank shooting
– https://tinyurl.com/4cuyr395