![ইসরায়েলকে আরও সাত বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র ও বোমা দিচ্ছে আমেরিকা-1 copy](https://alfirdaws.org/wp-content/uploads/2025/02/ইসরায়েলকে-আরও-সাত-বিলিয়ন-ডলারের-ক্ষেপণাস্ত্র-ও-বোমা-দিচ্ছে-আমেরিকা-1-copy-696x398.webp)
দখলদার রাষ্ট্র ইসরায়েলের কাছে আরও সাত দশমিক চার বিলিয়ন ডলারের বোমা ও ক্ষেপণাস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যা এরই মধ্যে দেশটিতে অনুমোদন দেওয়া হয়েছে। গাজাযুদ্ধে শুরু থেকেই মার্কিন অস্ত্র ও বোমা ব্যবহার করছে ইসরায়েল।
এ বিষয়ে মার্কিন ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) জানিয়েছে, স্টেট ডিপার্টমেন্ট ৬ দশমিক ৭৫ বিলিয়ন ডলারের বোমা ও ৬৬০ মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির চুক্তি করেছে।
স্টেট ডিপার্টমেন্ট জানায়, ০৭ ফেব্রুয়ারি, শুক্রবার কংগ্রেসে দুটি পৃথক অস্ত্র বিক্রির চুক্তি পাঠানো হয়েছে। একটি ৬৭৫ কোটি ডলারের, যেটিতে বিভিন্ন ধরনের গুলি, গাইডেন্স কিট এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে। ১৬৬টি ছোট ডায়ামিটার বোমা, ২ হাজার ৮০০টি ৫০০ পাউন্ড বোমা, হাজার হাজার গাইডেন্স কিট, ফিউজ, অন্যান্য বোমার কাঁচামাল ও প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে। চলতি বছর থেকেই এসব ইসরায়েলের হাতে যাবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।
গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও সন্ত্রাসী ইসরায়েলকে একের পর এক অস্ত্রের চালান পাঠানো অব্যহত রেখেছে মার্কিন প্রশাসন।
কিছুদিন আগেও ২০০০ পাউন্ডের শক্তিশালী একটি বোমার চালান দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট এই বোমার চালান আটকে দিয়েছিল।
মার্কিন প্রশাসনের দেয়া এ সকল অস্ত্র দিয়ে গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনীর এই হামলায় গাজায় ৬০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। সেইসঙ্গে ভূখণ্ডটির হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
তথ্যসূত্র:
1. Trump administration backs big arms sales to Israel, defying Congress
– https://tinyurl.com/3x756rn9
2.State Department lays out plans for $7 billion-plus arms sale to Israel as Netanyahu visits DC
– https://tinyurl.com/48mk3d3y