পশ্চিম তীরে সন্ত্রাসী ইসরায়েলের তাণ্ডব, বাস্তুচ্যুত ৪০ হাজার ফিলিস্তিনি

0
47

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনের পশ্চিম তীরে থামেনি সন্ত্রাসী ইসরায়েলের তাণ্ডব। দখলদার ইসরায়েলি বাহিনীর ‘অপারেশন আয়রন ওয়াল’ অভিযানের কারণে অধিকৃত পশ্চিম তীর থেকে ৪০ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। শুধু স্থানীয় বাসিন্দাই নয়,শরণার্থী শিবিরের অধিবাসীদেরও উচ্ছেদ করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, দখলদার ইসরায়েলি সেনারা জেনিন, তুলকারাম, নুর শামস, তুবাস, ফারা’আ, তামুনসহ বিভিন্ন এলাকার বাড়িঘর ধ্বংস করছে এবং ফিলিস্তিনিদের উচ্ছেদ করছে। দখলদার বাহিনীর এই অভিযানে প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বলছেন, তারা বছরের পর বছর ধরে এসব এলাকায় বসবাস করে আসছেন এবং এখন তাদের পূর্বপুরুষের ভিটেমাটি ছাড়তে বাধ্য করা হচ্ছে।

অধিকৃত পশ্চিম তীরের বাস্তুচ্যুত ব্যক্তিরা অস্থায়ী শিবিরে আশ্রয় নিচ্ছেন। যেখানে খাদ্য, বিশুদ্ধ পানি এবং চিকিৎসা সেবার সংকট দেখা দিয়েছে।

২১ জানুয়ারি থেকে দখলদার ইসরায়েলি বাহিনী জেনিন ও আশপাশের শহর এবং শরণার্থী শিবিরে অভিযান চালায়। এতে অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত হন। ২৭ জানুয়ারি তুলকারম শহরে নতুন করে হামলায় আরও ৮ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুই বছর বয়সী এক শিশুও ছিল, যাকে ইসরায়েলি এক স্নাইপার গুলি করে হত্যা করে।

এ ছাড়া অধিকৃত এই ভূখণ্ডের নূর-শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাদের অভিযান চলাকালে আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন। হামলায় ওই নারীর গর্ভের সন্তানও নিহত হয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ সত্ত্বেও দখলদার ইসরায়েলি সেনারা পশ্চিম তীরে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের এই সামরিক অভিযান ও মার্কিন সমর্থনকে কেন্দ্র করে পশ্চিম তীরের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। এখন দৃশ্যত ট্রাম্প প্রশাসনের নিরঙ্কুশ সমর্থন নিয়ে গাজার পর এবার পশ্চিম তীরে তাণ্ডব শুরু করেছে সন্ত্রাসী ইসরায়েল।


তথ্যসূত্র:
1. 35,000 Palestinians displaced by Israel’s assaults on West Bank
– https://tinyurl.com/35zth42y
2.Israeli offensive on occupied West Bank forcibly displaced 40,000: UN
– https://tinyurl.com/h4pty76a

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআমিরুল মু’মিনীনের বিশেষ ক্ষমায় মুক্তি পেল উল্লেখযোগ্য সংখ্যক কারাবন্দী
পরবর্তী নিবন্ধ২০২৪–এ ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ বেড়েছে ৭৫ শতাংশ