বেরোবিতে শহীদ আবু সাইদের স্মরণে বইমেলা; দায়িত্ব পেল আওয়ামীপন্থী শিক্ষক

0
31

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ আবু সাঈদ বই মেলা উদযাপনের জন্য সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিতে দায়িত্ব পেয়েছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের অধ্যাপক ড. আপেল মাহমুদ।

গণমাধ্যমের বরাতে জানা যায়, আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনব্যাপী বইমেলা হওয়ার কথা রয়েছে। বই মেলার আয়োজনের জন্য ৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ছাত্রকল্যাণ ও পরামর্শের উপদেষ্টা ড. ইলিয়াস প্রামাণিককে আহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে সদস্য হিসেবে জায়গা পেয়েছে আপেল মাহমুদ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকত আলী গণমাধ্যমকে বলেছে, কমিটি করার ক্ষেত্রে যারা গবেষণামূলক কাজে জড়িত শুধু তাদের রাখার ক্ষেত্রে বেশি অগ্রাধিকার দিয়েছি। আমরা তো ভালোর জন্যই করেছি। উনি যদি খারাপ কাজ করে থাকে তাহলে অবশ্যই তাকে বহিষ্কার করা হবে।


তথ্যসূত্র:
১. শহীদ আবু সাঈদ বই মেলার দায়িত্ব পেলেন আওয়ামীপন্থি শিক্ষক
– https://tinyurl.com/fjh3ecer

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপ্রজন্ম ধ্বংসের হাতিয়ার: ভ্যালেন্টাইন ডে
পরবর্তী নিবন্ধছাত্র-জনতার আন্দোলনে নেতাদের হত্যা ও লাশ গুমের নির্দেশ দিয়েছিল হাসিনা নিজেই