ভারতের মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি

0
112

দীর্ঘদিন ধরে সহিংসতা কবলিত ভারতের মণিপুর রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের চার দিন পর, গত ১৩ ফেব্রুয়ারি এই সিদ্ধান্ত কার্যকর হয়। প্রায় ২১ মাস ধরে চলমান সংঘর্ষ, সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতায় এ পর্যন্ত প্রায় ২৫০ জন প্রাণ হারিয়েছেন।

দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে মুখ্যমন্ত্রী বীরেন সিং ৯ ফেব্রুয়ারি পদত্যাগ করে। এর চার দিনের মাথায় গত ১৩ ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিমত অনুযায়ী, মণিপুরে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে সংবিধানের বিধান অনুসারে রাজ্য সরকারের কার্যক্রম চালানো সম্ভব নয়।


তথ্যসূত্র:
1. President’s rule imposed in Manipur days after Biren Singh resigns as CM
– https://tinyurl.com/4snz6wkd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে মাদরাসা ও স্কুল একসঙ্গে এগিয়ে যাবে: আমীরুল মুমিনিন
পরবর্তী নিবন্ধদুই সহকর্মীকে গুলি করে হত্যার পর ভারতীয় সেনার আত্মহত্যা