দুই সহকর্মীকে গুলি করে হত্যার পর ভারতীয় সেনার আত্মহত্যা

0
132

ভারতের মণিপুর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পরপরই ফের সহিংসতার ঘটনা ঘটল। উত্তর-পূর্বের রাজ্যটির একটি সিআরপিএফ ক্যাম্পে সহকর্মীদের উপর গুলি চালাল এক সেনা সদস্য। গুলিতে দেশটির কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও আটজন। গুলি করার পর ওই সেনা সদস্যও আত্মহত্যা করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজ্যের ইম্ফল পশ্চিম জেলার লামফেলে বাহিনীর ক্যাম্পে এই ঘটনা ঘটে। হতাহতরা বাহিনীর ১২০তম ব্যাটালিয়নের সদস্য ছিল বলে জানিয়েছে মণিপুর পুলিশ।

পুলিশ জানিয়েছে, রাত আনুমানিক ৮ টায়, ইম্ফল পশ্চিম জেলার অন্তর্গত লামসাং-এর একটি সিআরপিএফ ক্যাম্পের ভিতরে এ হত্যার ঘটনা ঘটেছে। সেখানে একজন সিআরপিএফ জওয়ান গুলি চালিয়ে ঘটনাস্থলেই তার নিজের দুইজন সিআরপিএফ সহকর্মীকে হত্যা করেছে এবং আটজন আহত হয়েছে। পরে সেও অস্ত্র দিয়ে আত্মহত্যা করে। ঘটনাস্থলে ছুটে এসেছে পুলিশ ও সিআরপিএফ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ঘটনায় আহত সদস্যদের ইস্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (আরআইএমএস) স্থানান্তরিত করা হয়েছে। এদিকে, মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করেছে দেশটি। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে সম্প্রতি পদত্যাগ করে বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ। মুখ্যমন্ত্রীর পদত্যাগের চার দিনের মাথায় বৃহস্পতিবার সহিংসতা কবলিত মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়।


তথ্যসূত্র:
1. 2 Soldiers Killed In Action As Terrorists Set Off Bomb In Jammu And Kashmir
– https://tinyurl.com/8nvur9v3
2.Manipur: CRPF Jawan Kills 2 Colleagues, Injures 8 Before Taking Own Life
– https://tinyurl.com/2p9xp5kc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি
পরবর্তী নিবন্ধভিডিও || আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের পরাজয় উপলক্ষে ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা বাহিনীর বিশেষ ভিডিও প্রকাশ