![ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা বাহিনীর বিশেষ ভিডিও প্রকাশ](https://alfirdaws.org/wp-content/uploads/2025/02/ইমারতে-ইসলামিয়ার-প্রতিরক্ষা-বাহিনীর-বিশেষ-ভিডিও-প্রকাশ-696x972.webp)
আজ থেকে ৪৫ বছর আগে অর্থাৎ ১৯৭৯ সালের ২৪ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে আক্রমণ করে, যা আফগান জনগণের জন্য গভীর সংকট সৃষ্টি করে। তবে, ১৯৮৯ সালের ১৫ ফেব্রুয়ারি মুসলিম মুজাহিদ বাহিনীর হাতে পরাজিত হয়ে সোভিয়েত বাহিনী আফগানিস্তান থেকে পলায়ন করে। এই পরাজয় বিশ্ব রাজনীতিতে সোভিয়েত ইউনিয়নের আধিপত্যের পতনের সূচনা করে। এবং এটি প্রমাণিত হয় যে, যেকোনো বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম জাতি একসাথে লড়াই করলে মহান আল্লাহ তায়ালার ইচ্ছায় জালিমরা এক সময় পরাজিত হবেই।
সোভিয়েত বাহিনীর পরাজয় উপলক্ষে ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা বাহিনী চমৎকার একটি ভিডিও প্রকাশ করেছে।
ভিডিওটি ইউটিউব থেকে দেখুন:
ভিডিওটি আর্কাইভ থেকে দেখুন:
তথ্যসূত্র:
1. له شوروي ښکېلاک څخه د خپلواکۍ ورځ!
– https://tinyurl.com/59csfkum
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ