
দক্ষিণ সোমালিয়ায় আগ্রাসী ইথিওপীয় সেনাদের লক্ষ্য করে একটি শক্তিশালী বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে অন্তত ১১ দখলদার সেনা হতাহত হয়েছে বলে জানা গেছে।
সূত্রমতে, গত ১৩ ফেব্রুয়ারি সকাল বেলায়, দক্ষিণ সোমালিয়ার বাকুল অঞ্চলের ওয়াজিদ জেলায় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটিয়েছেন হারাকাতুশ শাবাব মুজাহিদিন। বিস্ফোরণটি ওয়াজিদ জেলার বিমানবন্দরের দিকে যাওয়া দখলদার ইথিওপীয় সৈন্যদের একটি কনভয় লক্ষ্য করে চালানো হয়েছিল।
হারাকাতুশ শাবাব মুজাহিদদের উক্ত বিস্ফোরণে ইথিওপীয় বাহিনীর একটি ইউরাল সামরিক যান সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এই হামলার পর ইথিওপীয় এবং মোগাদিশু কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করে নি।
তবে প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, মুজাহিদদের উক্ত আইইডি বিস্ফোরণে ইথিওপীয় বাহিনীর কমপক্ষে ৩ সৈন্য নিহত এবং ৮ সৈন্য আহত হয়েছে।
উল্লেখ্য যে, সোমালিয়ায় আক্রমণকারী বিদেশী শক্তি এবং তাদের স্বার্থ বাস্তবায়নে নিয়োজিত মোগাদিশু বাহিনী ও স্থানীয় মিলিশিয়াদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন দেশটির মুসলিমরা।
তথ্যসূত্র:
١| مقتل 3 جنود من القوات الإثيوبية وإصابة 8 آخرين
– https://tinyurl.com/5n774vu5