দ্বিতীয় দফায় শিকলে বেঁধে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

0
54

আবারো হাত পা শিকলে বেঁধে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাল আমেরিকা। যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা ১১৯ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে নিয়ে ১৫ ফেব্রুয়ারি, শনিবার একটি মার্কিন সামরিক পণ্যবাহী উড়োজাহাজ অমৃতসর বিমানবন্দরে অবতরণ করেছে। এসময় তাদের হাতকড়া এবং পায়ে শিকল পরা অবস্থায় পাওয়া যায়।

এটি ছিল প্রথম দফার পর দ্বিতীয় দফায় ফেরত পাঠানো ভারতীয়দের উড়োজাহাজ। ১০ দিন আগে গত ৫ ফেব্রুয়ারি প্রথম দফায় ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে নিয়ে একটি মার্কিন সামরিক উড়োজাহাজ অমৃতসর বিমানবন্দরে এসে পৌঁছেছিল। ১৬ ফেব্রুয়ারি, রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি অনুসারে, যুক্তরাষ্ট্র এসব অবৈধ অভিবাসীকে তাদের দেশে ফেরত পাঠাচ্ছে। ফেরত আসা ১১৯ জনের মধ্যে ৬৭ জন পাঞ্জাব, ৩৩ জন হরিয়ানা, ৮ জন গুজরাট, ৩ জন উত্তর প্রদেশ এবং অন্যান্য রাজ্য থেকে আগত ছিল।

ভারতে ফিরে আসার পর অভিবাসীদের হাতকড়া এবং পায়ে শিকল পরা অবস্থায় পাওয়া যায়। যা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ভারতের পার্লামেন্টে বাজেট অধিবেশনের সময় এই বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দেয়।

চলতি সপ্তাহে তৃতীয় দফার অবৈধ ভারতীয়দের নিয়ে যুক্তরাষ্ট্রের আরও একটি বিমানের ভারতে আসার কথা রয়েছে। তবে তৃতীয় দফার বিমানটির অবতরণের দিনক্ষণ কিংবা বিমানে কোন রাজ্যের কত জন আছে, তা এখনও জানানো হয়নি।

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে ডোনাল্ড ট্রাম্প। সে ওইদিনই অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দেয়।


তথ্যসূত্র:
1. “Legs Chained, Handcuffed”: Punjab Man In Fresh Batch Of Deported Indians
– https://tinyurl.com/4eebrupy
2. Second batch of illegal migrants from U.S. land in Amritsar: deportee claims they were handcuffed, chained
– https://tinyurl.com/45nas888

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ধ্বংসস্তূপ থেকে আরো ২৫ লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধলেবাননে সন্ত্রাসী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, ৩ বেসামরিক নাগরিক নিহত