![লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, ৩ বেসামরিক নাগরিক নিহত-2 copy](https://alfirdaws.org/wp-content/uploads/2025/02/লেবাননে-ইসরায়েলের-ক্ষেপণাস্ত্র-হামলা-৩-বেসামরিক-নাগরিক-নিহত-2-copy-696x485.webp)
দক্ষিণ লেবাননে একটি বেসামরিক যানবাহনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ১৫ ফেব্রুয়ারি, শনিবারের এই হামলায় লেবাননের তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং কমপক্ষে চারজন আহত হয়েছে। এই হামলাকে লেবানন এবং সন্ত্রাসী ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।
লেবাননের মিডিয়ার বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইকলিম আল-তুফাহ এলাকার জারজুহ সড়কে একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। ড্রোন দ্বারা নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র হামলার পর গাড়িটিতে বিস্ফোরণ হয়। এতে ওই গাড়িতে থাকা ৩ বেসামরিক নাগরিক নিহত হন এবং কাছাকাছি থাকা একটি গাড়িতে ভ্রমণকারী চার নারী আহত হন।
লেবাননের একটি নিরাপত্তা সূত্র আল-মানার টেলিভিশনকে বলেছে, “এটি যুদ্ধবিরতি চুক্তির একটি স্পষ্ট লঙ্ঘন এবং বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের পরিকল্পিত আক্রমন। নিহতরা সাধারণ নাগরিক, যোদ্ধা নয়।”
যদিও সন্ত্রাসী ইসরায়েল বরাবরের মত দাবি করেছে যে হামলাটি লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডারকে লক্ষ্য করে। তবে, স্থানীয় সূত্রগুলো এটি অস্বীকার করে বলেছে যে নিহতদের কেউ হিজবুল্লাহ যোদ্ধা নয়।
তথ্যসূত্র:
1. Israeli Drone Strike Kills Three Lebanese Civilians, Injures Four in Ceasefire Violation
– https://tinyurl.com/ynp3x2ne