গ্রামীণ এলাকা উন্নয়নে তিনটি প্রকল্প চালু করলো ইমারতে ইসলামিয়া প্রশাসন

0
31

দীর্ঘ কয়েক দশকের যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান পুনর্গঠনে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে ইমারতে ইসলামিয়া প্রশাসন। এরই ধারাবাহিকতায় দেশটির হেলমান্দ প্রদেশের কাজাকি জেলায় তিনটি উন্নয়ন প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন। এই প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে ৭৬ মিলিয়ন আফগানি। এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— ৮ কিলোমিটার দীর্ঘ একটি সেচ খাল তৈরি করা, ৩০ কিলোমিটার একটি পাকা রাস্তা নির্মাণ ও ৮.৮ কিলোমিটারের একটি নুরিপাথরের রাস্তা নির্মাণ।

এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী হাজি মোল্লা মুহাম্মদ ইউনুস আখুন্দজাদা হাফিযাহুল্লাহ। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, গ্রামের উন্নয়নে ভারসাম্যপূর্ণ অগ্রগতি নিশ্চিত করা মন্ত্রণালয়ের অন্যতম লক্ষ্য। বিদ্যমান সম্পদের ভিত্তিতে দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অব্যাহত থাকবে। তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান, তারা যেন প্রকল্পগুলোর অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং সঠিকভাবে এর সুবিধা গ্রহণ করে।

এদিকে, উন্নয়নের অংশ হিসেবে ইমারতে ইসলামিয়ার জনস্বাস্থ্য মন্ত্রণালয় নুরিস্তান প্রদেশের একটি নতুন স্বাস্থ্যকেন্দ্র চালুর ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয়ের মতে, এই স্বাস্থ্যকেন্দ্র স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয়রা সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, এর আগে চিকিৎসা সেবার জন্য তাদেরকে দূর-দূরান্তে যেতে হতো, যা নানা অসুবিধার সৃষ্টি করত।

উল্লেখ্য যে, ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে এখন কয়েকশত উন্নয়ন প্রকল্প চালু রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং কৃষিখাতেও বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার। বিশেষত প্রত্যন্ত গ্রামীণ এলাকাগুলোর উন্নয়ন নিশ্চিত করার জন্য ইমারতে ইসলামিয়া নানা পরিকল্পনা গ্রহণ করেছে, যাতে সাধারণ জনগণ সরাসরি উপকৃত হতে পারে। আফগানিস্তানের ভবিষ্যৎ অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের জীবনমান উন্নয়নে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলা আশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. Three Projects in Kicks off in Helmand’s Kajaki District
– https://tinyurl.com/ycyrsu6m
2. New Health Center Commences Operations in Nuristan
– https://tinyurl.com/4nb25t33

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলেবাননে সন্ত্রাসী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, ৩ বেসামরিক নাগরিক নিহত
পরবর্তী নিবন্ধভিডিও || আফগানিস্তানে বিগত বছরের তুলনায় তুলা উৎপাদন বৃদ্ধি পেয়েছে ৩০ শতাংশ