ইসরায়েলে পৌঁছাল দুই হাজার পাউন্ডের মার্কিন বোমার চালান

0
54

মার্কিন মদদে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল। এরই ধারাবাহিকতায় ইসরায়েলে আবারো ভারি গোলাবারুদের একটি বড় চালান পাঠিয়েছে আমেরিকা। ইতোমধ্যে ইসরায়েলে পৌঁছেছে মার্কিন ভারী বোমার সেই চালানটি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ১৬ ফেব্রুয়ারি, রোববার এই ঘোষণা দিয়েছে। আমেরিকান জাহাজে করে শনিবার এমকে-৮৪ ভারী যুদ্ধাস্ত্র ইসরায়েলে পৌঁছায়। যুদ্ধাস্ত্রগুলো ইসরায়েলি বিমান বাহিনীর ঘাঁটিতে স্থানান্তরিত করা হয়েছে।

মূলত এমকে-৮৪ হলো ২০০০ পাউন্ডের বোমা, যা পুরু কংক্রিট এবং ধাতু ভেদ করে বিস্ফোরণ ঘটাতে পারে। গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ এলাকায় দখলদার ইসরায়েল এসব বোমা ব্যবহার করতে পারে, এমন উদ্বেগের কারণে বাইডেন প্রশাসন বোমাগুলোর রপ্তানি স্থগিত করেছিল। পরে মার্কিন মসনদে বসে ওই স্থগিতাদেশ প্রত্যাহারের নির্দেশ দেয় ডোনাল্ড ট্রাম্প

দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ৬৭৮টি ফ্লাইট এবং ১২৯টি সামুদ্রিক চালানের মাধ্যমে প্রায় ৭৬ হাজার টন সামরিক সরঞ্জাম ইসরায়েলে এসেছে।

প্রসঙ্গত, বাইডেন প্রশাসন শেষ মুহূর্তে এসে ইসরায়েলের এই যুদ্ধাস্ত্রের চালান স্থগিত করেছিল। শপথ নেয়ার পর গত ২৫ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চালানগুলো পুনরায় চালু করে।

মধ্যপ্রাচ্যভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, শনিবার রাতে মার্কো রুবিও ইসরায়েলের তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে। একই রাতে ইসরায়েলে পৌঁছায় বোমাগুলো।

এসব বোমা বিস্ফোরণের ব্যাসার্ধ এত বড় ও ভারী, যে কোনো কংক্রিট ও ধাতব পদার্থ গুঁড়িয়ে দিতে সক্ষম। আল জাজিরার খবরে বলা হয়, এই চালানে এ ধরনের ১ হাজার ৮০০টি বোমা এসেছে ইসরায়েলে।

গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর বাইডেন প্রশাসন ইসরায়েলে হাজার হাজার পাউন্ড বোমা পাঠিয়েছে। কিন্তু পরে চালানগুলোর ওপর বিধিনিষেধ আরোপ করে। গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই এসব বিধিনিষেধ তুলে নেয় ট্রাম্প।

গাজা যুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে। ইসরায়েল এসব সহায়তা নিয়ে অবরুদ্ধ উপত্যকায় প্রায় ৪৮ হাজার ২৬০ এর অধিক নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে হতাহতের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলের এই আগ্রাসনকে বিশ্বব্যাপী গণহত্যা হিসেবে বিবেচনা করা হয়েছে।


তথ্যসূত্র:
1. Heavy bombs from the US arrive in Israel as Rubio visits the country
– https://tinyurl.com/yc6shhxd
2. Shipment of ‘heavy’ US bombs arrives in Israel
– https://tinyurl.com/2hmvvkr6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজা ‘দখলের’ প্রস্তাব, লন্ডনে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ
পরবর্তী নিবন্ধলিফটে সিগারেট খেতে নিষেধ করায় জাবি শিক্ষার্থীকে মারধর করলো ছাত্রদল নেতা