
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলের লিফটে সিগারেট পানে বাধা দেওয়ায় শিক্ষার্থীকে ‘শিবির ট্যাগ’ দিয়ে মারধর ও হুমকি দিয়েছে ছাত্রদল নেতা পারভেজ মোশাররফ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ হলে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত পারভেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। সে বিশ্ববিদ্যালয়ের ৪৯ ব্যাচের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় তার শাস্তি এবং নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী নাইমুর রহমান হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। নাইমুর ৪৮ ব্যাচের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী।
ভুক্তভোগী নাইমুর গণমাধ্যমকে জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে পারভেজ সিগারেট নিয়ে লিফটে প্রবেশ করেন। এ সময় নাইমুর দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করে সিগারেট পান করতে নিষেধ করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পারভেজ ক্ষিপ্ত হয়ে নাইমুরকে মারধর করে।
নাইমুর বলেন, আমি তাকে বলি, লিফটে সিগারেট পান নিষেধ, এটা বিপজ্জনক। তখন সে উত্তেজিত হয়ে ওঠে। তিনি বলেন, সে আমার জুনিয়র এটা জানার পর সে আরও ক্ষিপ্ত হয়ে আমাকে তুই-তোকারি শুরু করে। অকথ্য ভাষায় গালিগালাজ করে বারবার ‘শিবির ট্যাগ’ দেয় এবং গায়ে হাত তোলে। আশপাশের লোকজন তখন আমাদের আলাদা করে দেয়। সে চলে যাওয়ার সময় আমাকে হলে ফেলে ইচ্ছামতো মারবে বলে হুমকি দিয়ে যায়। এ ঘটনায় অনিরাপদবোধ করছি। আমি এর বিচার চাই।
তথ্যসূত্র:
১.শিবির ট্যাগ’ দিয়ে শিক্ষার্থীকে ছাত্রদল নেতার মারধর
-https://tinyurl.com/mr35a3wp