হিলি সীমান্তে রেলওয়ের সংস্কার কাজে বাধা দিল বিএসএফ

0
49

দিনাজপুরের হিলি সীমান্তে অবস্থিত একটি রেলওয়ের ব্রিজ সংস্কারে বাধা দিয়েছে বিএসএফ। এতে করে সংস্কার কাজটি বন্ধ হয়ে গিয়েছে। বিজিবি-বিএসএফের বৈঠকেও এর কোনো সুরাহা হচ্ছে না। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বাড়ছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলেও সিদ্ধান্ত না আসায় সংস্কার কাজ বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী।

গেলো ১০ ফেব্রুয়ারি এই রেল ব্রিজের সংস্কার কাজ করতে গেলে রেলওয়ে কর্তৃপক্ষকে বাধা দেয় বিএসএফ, ৬ দিনেও কোনো সমাধান মেলেনি। উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগের একমাত্র রুট এটি।

গণমাধ্যমের বরাতে জানা যায়, হিলি সীমান্ত দিয়েই চলে গেছে রেললাইন। ব্রিটিশ আমলে নির্মাণ করা এ রেললাইনের একটি ব্রিজের নিচের অংশের পাথর সরে গেছে। এর জেরে ব্রিজটি সংস্কারের উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। সেই লক্ষ্যে নিয়ে আসা হয় ইট, বালু ও সিমেন্ট। সম্প্রতি সেই অংশে কাজ শুরু করে তারা। কিন্তু কাজ শুরুর কয়েক ঘণ্টার মাথায় তাতে বাধা দেয় বিএসএফ।

পরবর্তীতে বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকসহ নানাভাবে আলোচনা হয়। আলোচনার পর বিজিবির পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে কাজ শুরুর কথা বলা হয়। রেলকর্তৃপক্ষ সেখানে ফের কাজ শুরু করলে পুনরায় বিএসএফ তাতে বাধা দেয়। এরপর আবারো বন্ধ হয়ে যায় সেই ব্রিজের সংস্কার কাজ।

হিলি রেলওয়ের প্রকৌশলী আব্দুর গণমাধ্যমকে বলেন, ‘বিজিবি কাজ করতে বললেও বিএসএফ বাধা দিচ্ছে। বিএসএফের কথা মতো কাজ শুরুর পর‌ও বিএসএফ তা বন্ধ করে দিয়েছে।’


তথ্যসূত্র:
১.সীমান্তে রেলওয়ের ব্রিজ সংস্কারে বিএসএফের বাধা
-https://tinyurl.com/3yxsex94

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলিফটে সিগারেট খেতে নিষেধ করায় জাবি শিক্ষার্থীকে মারধর করলো ছাত্রদল নেতা
পরবর্তী নিবন্ধগাজায় ফের বর্বর ইসরায়েলি হামলা, ৩ পুলিশ সদস্য নিহত